ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় প্রবাসির স্ত্রীকে পিটিয়ে হত্যা

নাজিম উদ্দিন, পেকুয়া :

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় জেসমিন অাকতার (২৮) নামের এক গৃববধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছ।

নিহত জেসমিন আকতার ওই এলাকার মালয়েশিয়া প্রবাসি সেলিম উদ্দিনের স্ত্রী। সে দু’সন্তানের জননী। পেকুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার (৮ মে) সকালে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে ঘটনার দিন সকালে শ্বাশুরী ও ভাসুর আলমগীর মিলে জেসমিন আকতারকে লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করেছে। পরে তারা লাশ ফেলে রেখে সটকে পড়ে। জেসমিনের পিতার বাড়ির লোকজন জানায় কয়েক বছর আগে সেলিম মালয়েশিয়া পাড়ি দেয়।

এক বছর ধরে শ্বাশুর বাড়ির লোকজন জেসমিনকে নানা অজুহাত দেখিয়ে নির্যাতন করে আসছিল। বিষয়টি স্থানীয়দের অবগত করা হয়েছে।

জানা গেছে গত ৯বছর আগে পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লাহঘোনা এলাকার বজল আহমদের মেয়ে জেসমিন আকতারের সাথে টইটং ধনিয়াকাটা এলাকার বাসিন্দা সেলিম উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়দা তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।

পাঠকের মতামত: