ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পিএসসি শিক্ষার্থীকে মাথা ন্যাড়া করে শাস্তি, অাটক-১

পেকুয়া সংবাদদাতা :

পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের নুরী পাড়া এলাকায় পিএসসি শিক্ষার্থী শহিদুল ইসলামকে মারধর করে গুরুতর অাহত করার পাশাপাশি মাথা ন্যাড়া করে বর্বর শাস্তি দেওয়ার ঘটনা ঘটেছে। সে ওই এলাকার নুরুল অাজিমের পুত্র এসএ সিনিয়র মাদ্রাসার ছাত্র।
এ ঘটনায় জড়িত সন্দেহে নুরুল অামিন নামের এক ব্যক্তিকে অাটক করেছে পুলিশ।

অভিযোগে জানা গেছে, ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে শহিদুল ইসলামকে মৎস্য প্রজেক্ট থেকে মাছ ধরার অজুহাতে ধরে নিয়ে যায় নুরুল অামিনসহ অারো কয়েকজন ব্যক্তি। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে অাহত করে। সর্বশেষ মাথা ন্যাড়া করে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।
রাতেই তাকে মূমর্ষ অবস্থায় পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করায় পরিবারের পক্ষ থেকে।
হামলায় অাহত ও মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় শিশুটি এতই বেশি মূমর্ষ হয়ে পড়ে পরিক্ষাটাই দিতে পারেনি।
১৯নভেম্বর এ ঘটনায় পেকুয়া থানায় পিতা নুরুল অাজিম বাদি হয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনায় জড়িত নুরুল অামিনকে অাটক করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খান বলেন, শিশুটির উপর হামলার পাশাপাশি মাথা ন্যাড়া করে দিয়ে বর্বর অাচরণ করা হয়েছে। অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্ত নুরুল অামিনকে অাটক করা হয়েছে। এ ঘটনায় অারো যারা জড়িত তাদেরকেও অাটক করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

পাঠকের মতামত: