ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় পাহাড়ী ছড়া থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা

Exif_JPEG_420
Exif_JPEG_420

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে বন বিভাগের প্রবহমান ছড়া থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করছে এলাকার সংঘবদ্ধরা। ফলে ওই ছড়ার দুই পাশে ভাঙ্গনও দেখা দেখা দিয়েছে।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন পেকুয়া উপজেলার টইটং বন বিটের পাশে বনের পাহাড়ী ছড়ায় শ্যালো মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্যের নেতৃত্বে একটি অসাধূ সিন্ডিকেট। কিছু দিন পূর্বে টইটং বন বিট কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া পাহাড়ী ছড়া থেকে বালু উত্তোলন বাধা দেন। কিন্তু প্রভাবশালীরা বিট কর্মকর্তার কোন কথার তোয়াক্কা না করে অবৈধ ক্ষমতার প্রভাব বিস্তার দিন রাত অবৈধ উপায়ে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।

অপরদিকে এরশাদ আলী চৌধুরী ওয়াকফ স্টেটের কর্মচারী মো. নুরুনবী অভিযোগ করেছেন, স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্যের নেতৃত্বে একদল বালু খেকো বন বিভাগের ছড়া থেকে বালু উত্তোলন করে ওয়াকফ স্টেটের জায়গায় স্তুপ করে রেখেছে। তিনি অবৈধ উপায়ে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের নিকট জোরালো দাবী জানিয়েছেন।

টইটং বন বিট কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া জানান, বন বিভাগের প্রবহমান পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

পাঠকের মতামত: