ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় পাচারকালে বিপুল পরিমাণ গর্জনগাছ জব্দ

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::
কক্সবাজারের পেকুয়ায় পাচারকালে প্রায় লক্ষধিক টাকার অবৈধ বিপুল পরিমান গর্জনগাছ জব্দ করেছে বনবিভাগ।
শুক্রবার (১৪জানুয়ারি) দিবাগত রাতে পেকুয়া বাজারের স’মলির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় গাছগুলি জব্দ করা হয়। বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক ও পেকুয়া থানা পুলিশের যৌথ অভিযানে এসব গাছ জব্দ করা হয়।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন,গোপন সংবাদে জানতে পারি একটি গাছচোর সিন্ডিকেট বিপুল পরিমান অবৈধ গর্জন পাচার করছে। পেকুয়া বাজারে ফোরকান ও আবুছালেকের মালিকানাধীন সমিলের সামনে গাছগুলি রেখে সটকে পড়ে চোরেরদল।

বনবিভাগ ও পেকুয়া থানা পুলিশের যৌথ অভিযানে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২শ ঘনফুট গর্জন (গোলগাছ) জব্দ করা হয়েছে। জব্দকৃত গাছের মুল্য প্রায় লক্ষাধিক টাকা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক।

পাঠকের মতামত: