ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় নেশাখোর স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী!

ুুুুুপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় নেশাখোর স্বামীকে পুলিশে দিলেন আপন সহ-ধর্মিনী। মাদকাসক্ত হয়ে প্রায় সময় বাড়িতে এসে স্ত্রীকে নির্যাতন চালাত। সংসার, স্ত্রী ছেলে সন্তানের প্রতি ওই ব্যক্তির দায়বদ্ধতা ছিলনা। সম্প্রতি আরো নেশা গ্রস্ত হয়ে পড়ে। অতিষ্ট হয়ে স্ত্রী এবার সিদ্ধান্ত নেন ওই স্বামীকে আইনে সোপর্দ করবে। গত ২২জুন পেকুয়ার ইউএনও বরাবরে স্ত্রী জেয়াসমিন আক্তার বাদি হয়ে স্বামীকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আজ ২৫জুন শনিবার বিকেল ৩টায় পেকুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম জালাল আহমদ (৩৮)। তিনি ওই এলাকার মৃত.আমির হামযার ছেলে। পেকুয়া থানার এসআই শাহেদ উল্লাহ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

 

পাঠকের মতামত: