ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় দূর্বৃত্তের হামলায় চার গাড়ি চালক আহত

ahotaপেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় দূর্বূত্তের স্বশস্ত্র হামলায় চার গাড়ি চালক আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এসময় দূ’পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল ৩০ এপ্রিল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বারবাকিয়া সওদাগর হাট এলাকায়। আহতরা হলেন, বারবাকিয়া ইউনিয়নের পাহাডিয়াখালী চাকমারডুরি এলাকার বেলাল উদ্দিনের ছেলে মাইক্রোবাস চালক মঈনুদ্দিন(২২), মো.ইদ্রিসের দু’ছেলে সিএনজি অটোরিক্সা চালক হোছেন আলী(২৫), জয়নাল(২৩) ও মোস্তাকের ছেলে মফিজ(৩৫)। ওই ঘটনার জের ধরে বারবাকিয়া সওদাগর হাট ও চাকমারডুরি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অর্তকিতভাবে চার গাড়ি চালককে সড়কে হামলা চালানোর ঘটনায় শ্রমিকসহ সাধারন মানুষ প্রতিবাদ মুখর হয়েছে। হামলাকারীদের ধাওয়া দিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওইদিন সকালে মাইক্রোবাস চালক মঈনুদ্দিন বারবাকিয়াবাজারে জসিম কুলিং কর্ণারে নাস্তা করছিলেন। এসময় পাহাডিয়াখালী কাটামুরা এলাকার ছৈয়দ নুরের ছেলে সাহাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন উত্তেজিত লোকজন লাঠিসোটা, ধারলো কিরিচ ও লোহার রড় নিয়ে মঈনুদ্দিনকে অর্তকিতভাবে হামলা চালায়। এসময় আত্মচিৎকারে প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মফিজ, হোছেন আলী, জয়নাল এগিয়ে যান। এসময় হামলাকারীরা তাদেরকেও হামলা চালিয়ে আহত করেছে। এদের মধ্যে মফিজ, মঈনুদ্দিনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। এব্যাপারে বারবাকিয়া বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন সাহাব উদ্দিন প্রতিনিয়ত বাজারে এসে অপ্রীতিকর ঘটনার অবতারনা করছেন। বার বার ঘটনা হওয়ায় বাজারের ব্যবসা বানিজ্যের চরম ক্ষতি হচ্ছে। ভীতি সৃষ্টি হওয়ায় ক্রেতারা বাজার বিমূখ হচ্ছে।

 

পাঠকের মতামত: