পেকুয়ায় এক ট্রাক চালককে জবাই করে হত্যা চেষ্টা চালিয়েছে অপর এক চালক। স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। রক্তাক্ত অবস্থায় ট্রাক চালককে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে ওইদিন ভোরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরন করে। ঘটনটি ঘটেছে গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিঠাবেপারী পাড়া এলাকায়। আহত চালকের নাম মামুনুর রশিদ (৫০)। তিনি মিঠাবেপারী পাড়া এলাকার মৃত.সোলতান আহমদের ছেলে। আটককৃত ব্যক্তির নাম মো.ইসমাইল (৩৭)। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানার নাওতলা এলাকার মো.বাচ্চু মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক চালক বলে জানা গেছে। পুলিশ ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় ও আহত পরিবার সুত্রে জানা গেছে মামুনের সাথে ইসমাইলের সম্পর্ক দীর্ঘদিন ধরে। গত ছয় মাস ধরে ইসমাইল মামুনের বাড়িতে থাকত। ওইদিন রাতে মামুন নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। এ সময় ইসমাইল তার কক্ষে ঢুকে ঘুমন্ত অবস্থায় জবাই করতে তার গলায় ধারালো চালায়। এ সময় মামুনের স্ত্রী বুলুআরা বেগম চিৎকার করলে তাকেও ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে স্বামী-স্ত্রী দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ইসমাইল দ্রুত পালিয়ে যান। পরে খবর পেয়ে তাকে ভোরে সদর শেখেরকিল্লা ঘোনা এলাকা থেকে আটক করে পুলিশে দেয়। পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়া জানায় আটক ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে মামুনের পরিবার জানিয়েছেন।
পাঠকের মতামত: