ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ট্রাক চাপায় মুদি দোকানী নিহত 

 কক্সবাজারের পেকুয়ায় লবণ বোঝায় ট্রাকের চাপায় আব্দু সালাম নামে এক পা ওয়ালা মুদি দোকানী নিহত হয়েছে। নিহত সালাম টৈটং বকসুমোড়া এলাকার মৃত নুরুল আলমের পুত্র।
 রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চৌমুহনী স্টেশনে এ ঘটনা ঘটে।
 পুলিশ এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করতে পারলেও চালক রাজাখালী ইউপির মৌলভী শিব্বির আহমদের ছেলে মোঃ এমরান পালিয়ে যায়।
 ঘটনার প্রত্যক্ষদর্শী রুবেল নামে একজন জানান, লবণ বোঝায় ট্রাকটি মগনামা হয়ে চট্টগ্রামে যাচ্ছিল। ওই সময় রাস্তা পার হচ্ছিল এক পা ওয়ালা সালাম। ওই দ্রুত গতির ট্রাক গাড়িটির চাপায় খন্ড বিখন্ড হয়ে পড়ে ওই ব্যবসায়ী।
 নিহতের পারিবারিক সূত্র জানায়, আব্দু সালাম এর আগে দুই বার দুর্ঘটনার কবলে পড়ে। এক গাড়ি দুর্ঘটনায় পা হারায়। এক পা নিয়ে মুদি দোকান দিয়ে ব্যবসা চালিয়ে আসছিল। ঘটনার সময় দোকানের জন্য বাজার করতে পেকুয়া বাজারে যাচ্ছিল। চৌমুহনী স্টেশন পার হওয়ার সময় দ্রুত গতির গাড়িটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে শরীর খন্ড বিখন্ড হয়ে মারা যায়।
 পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তাফা জানান, দুর্ঘটনায় সালাম নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা অব্যাহত আছে।

পাঠকের মতামত: