ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ট্রলির ধাক্কায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

এইচ এম রিয়াজ  ::
পেকুয়া উপজেলার টৈইটং ইউনিacccয়নের বটটলী এলাকায় ট্রলি গাড়ির ধাক্কায় টৈইটং উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির একজন ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত ছাত্রেরর নাম শফিকুল ইসলাম মাসুদ (১২) সে টৈইটং এর ঝুমপাড়া এলাকার ফজল করিমের ছেলে।
খবর নিয়ে জানাগেছে, নিতহ মাসুদ প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে বটলি এলাকায় ট্রলি গাড়ির ধাক্কায় আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চকরিয়া জম জম হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এব্যাপারে টৈইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম উভয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত: