পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় জুয়াড়িদের হামলায় স্কুল ছাত্রীসহ ৬জন গুরুতর জখম হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১৩ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন বটতলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার আবুল কাসেমের ছেলে কামরুল হাসান (২৫), আব্দু শুক্করের ছেলে সাইমন (১৮), আবু বক্কর ছিদ্দিকের ছেলে তাজেমুদ্দিন (৩০), মৃত.আশরাফুজ্জামানের ছেলে আব্দু শুক্কর (৩৭), আবু ছৈয়দের মেয়ে গোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী আলিফা (৯) ও ভোলাইয়াঘোনা গ্রামের রফিক আকতারের মেয়ে রিনা আক্তার (২৫)। এদের মধ্যে সাইমনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার জের ধরে জুয়াড়ি ও গ্রামবাসির মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে। জুয়া খেলা ও এর প্রতিহতকে কেন্দ্র করে বটতলিয়া পাড়ায় ফের সংঘর্ষের শংকা দেখা দিয়েছে। যেকোন মুহুর্তে উভয়পক্ষের মধ্যে বড় ধরনের রক্তপাতের আশংকা করছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্র জানায়, বটতলিয়া পাড়ায় জহিরুল ইসলামের মুদির দোকানে জুয়ার আসর বসছিল। প্রতিনিয়ত দোকান ও রাস্তার ধারে জুয়াড়িরা আসর বসায়। এনিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে। কিছুদিন আগে ইউপি সদস্য নুরুল হক সাদ্দামকে জুয়ার বিষয়টি অবগত করেন সমাজ কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক। জুয়াড়িদের স্বজনদেরকেও সমাজ কমিটির তরফ থেকে নালিশ দেন। পেকুয়া থানার পুলিশ একবার অভিযান পরিচালনা করেছে। এতে ক্ষিপ্ত হয়ে জুয়াড়িরা সমাজপতি ও গ্রামবাসিদের উপর চড়াও হন। ঘটনার দিন সন্ধ্যায় ফের জুয়ার আসর বসায়। এ সময় স্থানীয়রা গিয়ে বাধা দেন। এর সুত্র ধরে জুয়াড়িরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে স্কুল ছাত্রীসহ ৬জনকে জখম করে। প্রত্যক্ষদর্শী সাজ্জাদ, আজগর, নেজাম উদ্দিন, মুজিব, আমিনুল হক, নুরুল ইসলাম, আলমাস খাতুন, মনোয়ারা বেগম, হামিদা বেগম, জেয়াসমিন, আমিনা বেগমসহ গ্রামবাসিরা জানায়, জুয়াড়িদের উৎপাতে পুরো সমাজ অতিষ্ট হয়ে গেছে। দিনরাত জুয়াও খেলে,নেশাও করে। দোকান ও রাস্তাঘাটে প্রকাশ্যে এসব করে। স্কুলগামি শিক্ষার্থী ও মহিলাদের উত্ত্যক্ত করে। ভিন্ন এলাকা থেকে এসে আমাদের এলাকায় জুয়া ও মদের আসর বসায়। আমরা অতিষ্ট হয়েছি। ঘটনার দিন তারা ক্ষিপ্ত হয়ে ধারালো দা, কিরিচ ও লোহার রড নিয়ে হামলা চালায়। উত্তর বটতলিয়া পাড়ার আব্দু রশিদ, মানিক, রাশেদ, হাবিব আলম, মিজান, সাগরসহ ২০-২৫জনের সংঘবদ্ধ হামলাকারীরা এ কান্ড সংঘটিত করেছে। দক্ষিন বটতলিয়া পাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক জানায়, এ হামলা পরিকল্পিত। আমরা জুয়া খেলায় বাধা দিই। জুয়াড়িদের অভিভাবকদের কাছে নালিশও দিয়েছি। ইউপি সদস্যকেও অবহিত করেছি। পুলিশও এসেছিল। কিন্তু জুয়াড়িরা এতে চরমভাবে ক্ষেপে যায়। হামলার আগে তারা সুরুজজাহান ও সেঁেতরা বেগমের বাড়িতে লাঠিসোটা, দা ও ইটের টুকরা মজুদ করে। এসব দিয়ে হামলা চালানো হয়েছে। বাড়িতে বাড়িতে রাতে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা ইয়াবাখোর ও হিংস্র প্রকৃতির। যেকোন মুহুর্তে আমাদের উপর ফের হামলা চালাতে পারে। ইউপি সদস্য নুরুল হক সাদ্দম জানায়, আমিও কয়েকবার গিয়ে তাদের জুয়া না খেলতে বারন করেছি। তারা এরপরেও জড়ো হয়ে জুয়া খেলতে থাকে। সমাজ কমিটি নিষেধ করেছে। এতে তারা ক্ষিপ্ত হয়ে হামলা করেছে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম জানায়, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশ:
২০২০-০৪-১৪ ১৬:১৯:৪৮
আপডেট:২০২০-০৪-১৪ ১৬:১৯:৪৮
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- চকরিয়ায় শিক্ষা ক্যাডার মনিরুল আলমকে ঘুষের বদলেগণপিটুনি
- চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ঈদগাঁও’র নবাগত ইউএনও বিমল চাকমা
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
পাঠকের মতামত: