ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পেকুয়ায় জাতীয় চ্যাম্পিয়নদের ০-১গোলে পরাজিত করল উজানটিয়া প্রাঃ বিঃ

IMG_20170713_173141পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায় থেকে ছিটকে পড়ল সাবেক জাতীয় চ্যাম্পিয়নরা। গতকাল ১৩ জুলাই উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা সাবেক জাতীয় চ্যাম্পিয়ন রাজাখালী ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করেছে। ৪০ মিনিটের নির্ধারিত খেলায় দু’দলই আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা চলছিল। প্রথমার্ধে গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে রেফারীর শেষ বাঁশি বাজানোর ৫ মিনিট আগে জয়সুচক গোল করে পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। গতকাল বিকালে পেকুয়া ক্রীড়া কমপ্লেক্স মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ ফাইনাল দুটি ম্যাচ অনুষ্টিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শিলখালীর সবুজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। তারা বাঘগুজারা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করেছে। উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে এ গোলটি করেছেন দলের গোল রক্ষক। এ দিকে রানার্স আপ রাজাখালী ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৫ অনুষ্টিত ফাইনালে তারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করছিল। এবার উপজেলা পর্যায় থেকে জাতীয় বীররা ছিটকে পড়ল। খেলায় প্রধান অতিথি (চকরিয়া-পেকুয়ার) সাংসদ মোহাম্মদ ইলিয়াছ বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, জেলা পরিষদ সদস্য আসমাউল হুসনা, রেহেনা বেগম রাহু, রাজাখালীর চেয়ারম্যান ছৈয়দ নুর, উজানটিয়ার চেয়ারম্যান এম, শহিদুল ইসলাম, টইটং এর চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির পেকুয়ার সভাপতি এস,এম মাহাবুব ছিদ্দিকী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম(অব: বিডিআর), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সালামত উল্লাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী, সহসভাপতি সাংবাদিক দিদারুল করিম, যুগ্ম সম্পাদক সাজ্জাদুল ইসলাম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সভাপতি টিপু সোলতান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুব সংহতির নেতা মোহাম্মদ মানিক, জাপা নেত্রী আমাতুর রহিম হীরা, সজরুন্নাহার ভুলু, দিলোয়ারা বেগম, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক তারেকুল ইসলাম, জাপা নেতা আবদুল খালেক, আসহাব উদ্দিন প্রমুখ। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরীর সঞ্চালনায় পুরষ্কার বিতরনী অনুস্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল করিম।

পাঠকের মতামত: