ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় জনগণ ও ব্যবসায়ীরা আতংকে: অপহরণকারীদের দ্রুত আটক করার দাবী

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়া আলহাজ¦ কবির আহমদ চৌধুরী বাজারের দুই ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও মারধর করে গুরুতর আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পেকুয়া বাজার বণিক সমিতি। শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে পেকুয়া বাজারস্থ তাদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পেকুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন। তিনি বলেন, বর্তমানে পেকুয়ায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে। অতিতে এ রকম অবস্থা ছিলনা । বর্তমানে অপহরণকারীর কবলে পড়ছে পেকুয়ার ব্যবসায়ীসহ স্থানীয় জনগণ। মুক্তিপণে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। টাকা না দিলে মারধর করে গুরুতর আহত করা হচ্ছে। এ ঘটনায় আমরা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা খুবই উদ্বিগ্ন ও নিন্দা জানাচ্ছি। যেকোন মূহর্তে যে কাউকে আপহরণ করছে অপহরণকারীরা। বৃহস্পতিবারে চৌমহুনী থেকে অপহরণ করা হয়েছে পেকুয়া বাজারের ব্যবসায়ী বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালী গ্রামের মোস্তাক আহমদ সওদাগরের পুত্র হারুনর রশিদ (২৫) ও পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়া ঘোনা গ্রামের নুরুল আলমের পুত্র আবদুল্লাহ আল নোমান (২২) কে। শুক্রবারে পরিবারের তৎপরতায় চকরিয়া-পেকুয়ার সার্কেল, চকরিয়া থানার ওসি সাহেব ও মাতামহুরী পুলিশ ফাঁড়ির কর্মকর্তার সহযোগিতায় সেলিম নামের এক অপহরণকারীকে আটক ও অপহৃত দুইজনকে উদ্ধার করা হয়। সার্কেল সাহেব ও চকরিয়া ওসি সাহেব তৎপর না হলে তাদের মেরে ফেলত। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি। পেকুয়া থানার ওসি সাহেবের সহযোগিতায় অপহরণকারীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বাকি অপহরণকারীদের দ্রুত আটক করতে হবে। তাদের গডফাদার যতই প্রভাবশালী হউক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। এর আগেও ব্যবসায়ীরা অপহরণের কবলে পড়েছে। অপহরণকারীদের সুমূলে নির্মূল না করলে তারা আরো বেপরোয়া হয়ে ওঠবে। এর দ্রুত প্রদক্ষেপ দেখা না গেলে ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এ ঘটনায় ব্যবসায়ীরা দোকানপাড় বন্ধ রেখে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। দ্রুত এক আসামী আটক হওয়ায় সেই সিদ্ধান্ত বাতিল করেছি। এছাড়াও রাতে ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতংক সৃষ্টি করছে দূর্বৃত্তরা। ফাঁকা গুলিবর্ষণের কারণে ব্যবসায়ীরা সব সময় আতংকে থাকে। ওসি সাহেবের প্রতি আমাদের অনুরোধ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার। আমরা ব্যবসায়ীরা ইতোমধ্য সিন্ধান্ত নিয়েছি আগামী আইনশৃংখলা সভায় আমাদের উদ্বিগ্নের কথা ইউএনও,ওসি, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য, ভাইস-চেয়ারম্যান ও সকল সদস্যদের সামনে তুলে ধরব। ওসি সাহেবের প্রতি আমাদের অনুরোধ পেকুয়াবাসী শান্তিতে থাকলে ব্যবসায়ীরাও শান্তিতে থাকে। তাদের জানমালের নিরাপত্তায় আরো কঠোর হতে হবে। ব্যবসায়ীদের নিরাপত্তাও আপনাকে এগিয়ে আসতে হবে। এ পর্যন্ত আপনার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। বর্তমান পরিস্থিতিতে আপনার আরো জোরালো ভুমিকা আমরা আশা করছি। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া বাজার বণিক সমিতির সভাপতি হাজি¦ আকতার আহমদ, সহসভাপতি আজিজুল হক, ডিরেক্টর মো: শফি, মো: ইকবাল, আবদু রহিম, বাজার মালিক সমিতির সভাপতি নাজেম উদ্দিন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, হারুণর রশিদ, অপহৃত হারুণর রশিদের ভাই ব্যবসায়ী মো: তারেক।

উল্লেখ্য: ব্যবসায়ী অপহরণের ঘটনায় অপহৃত হারুনের ছোট ভাই তারেক বাদী হয়ে পেকুয়া থানায় চারজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। যার মামলা নং ১১। মামলায় উপজেলার বারাবকিয়া ইউনিয়নের নয়াকাটা গ্রামের জাফর আলমের পুত্র আটক সেলিম, টইটং ইউনিয়নের জুম পাড়া গ্রামের নুরুল ইসলাম, তার পুত্র জসিম উদ্দিন ও একই এলাকার আবদুল হামিদসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করা হয়েছে।

পাঠকের মতামত: