ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় চোর সন্দেহে দু’যুবককে নির্যাতন

pekua,,পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় একটি মোবাইল চুরির সন্দেহে দু’যুবককে আটকিয়ে অমানুষিক নির্যাতন চালিয়েছে প্রভাবশালীরা। স্থানীয়রা মুর্মষ অবস্থায় তাদের জিম্মিদশা থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায়। মারধর ও নির্যাতনের শিকার একজনের নাম আবুল শামা (৩২)। তিনি ওই এলাকার মৃত.ইসলাম মিয়ার ছেলে। অপর যুবকের নাম শাহেদ (২০)। তিনি একই এলাকার জামাল উদ্দিনের ছেলে। ঘটনার জের ধরে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শী জিয়াবুল, শামসুল আলম, আবুল বশরসহ স্থানীয়রা জানায় ঘটনার দিন রাত ৮টার দিকে শহিদুল ইসলামের দোকানে একটি মোবাইল চার্জে দেয় একই এলাকার বেচুমিয়ার ছেলে শাহেদ। ওই দোকান থেকে মোবাইলটি চুরি হয়ে যায়। এর সুত্র ধরে মোবাইলের মালিক রাশেদ মুঠোফোনে আবুল শামা ও শাহেদকে ডেকে এনে। এ সময় চুরির সন্দেহে তারা দু’জনকে রাশেদের বসতবাড়িতে আটকিয়ে রাখে। এক পর্যায়ে রশি দিয়ে বেঁধে তারা দু’জনকে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করেছে। আবুল শামার মা লায়লা খাতুন জানায় আমার ছেলে নির্দোষ। মোবাইল চুরির অপবাদ দিয়ে অহেতুক নির্যাতন চালানো হয়েছে। শাহেদের মা মনোয়ারা বেগম জানায় পুর্ব শত্রুতার জের ধরে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করেছে। তারা প্রভাবশালী। তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। আবুল শামা ও শাহেদ জানায় বাড়িতে ডেকে নিয়ে রশি দিয়ে বেঁেধ আমাদেরকে নিষ্টুরভাবে নির্যাতন চালায়। রাশেদ, তার ভাই ইলিয়াস, ইউনুস, ইসমত, বোন আয়েশা, বুলু, মালেকা, খালেদা হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

পাঠকের মতামত: