ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় চোরাই সিএনজি চালিত অটোরিকশাসহ আটক-২

পেকুয়া প্রতিনিধি ::   কক্সবাজারের পেকুয়ায় একটি চোরাই সিএনজি চালিত অটোরিকশা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে পেকুয়া সদর ইউনিয়নের সাকোর পাড় স্টেশন এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই যুবক হলেন, চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নের হাবিলা কাটা এলাকার নুরুল আলমের ছেলে আবুল বশর ও একই ইউনিয়নের হাজানগর এলাকায় আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ কাউছার।

পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুমন সরকার বলেন, গত ৫ তারিখ গভীর রাতে একটি সিএনজি অটোরিকশা চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। গোপন সংবাদে জানতে পরি চোরাই সিএনজি অটোরিকশাটি চকরিয়ার পহরচাদা এলাকার আবুল বশর ও মোঃ কাউছারের হেফাজতে রয়েছে। অটোরিকশাটির মালিক পরিচয়ে তাদের সাথে যোগাযোগ করা হলে, তারা ৪০হাজার টাকা দাবী করে। বৃহস্পতিবার ভোরে দাবীকৃত টাকা দেবার শর্তে তারা সিএনজিটি হস্তান্তর করতে আসে। এসময় চোরাই গাড়ীটিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, চোরাই সিএনজি চালিত অটোরিকশাটি সহ আবুল বশর ও মোঃ কাউছারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অাটককৃত দুইজনের বিরুদ্ধে সিএনজিটির মালিক নুরুল অালমের ছেলে মোঃ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

পাঠকের মতামত: