ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় চাষিদের মৎস্যঘের দখল চেষ্টা, গুলিবর্ষন

dokholপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় প্রান্তিক মৎস্য চাষিদের ১৫একর চিংড়িঘের দখলে নিতে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বিগত ১৫বছর ধরে ভোগ দখলীয় ক্ষুদ্র মৎস্য চাষিদের যৌথ মালিকানাধীন মৎস্যঘের জবর-দখলে নিতে ছাত্রদলের সাবেক এক দুর্ধর্ষ ক্যাডারের নেতৃত্বে একদল ভাড়াটে অস্ত্রধারীরা দফায় দফায় প্রজেক্টে হানা দেয়। এসময় তারা প্রজেক্টে মাছ লুটের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এনিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এলাকায় আতংক ছড়াতে ছাত্রদল ক্যাডার জিসান উদ্দিনের নেতৃত্বে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোঁড়ে। গত কয়েকদিন ধরে উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা কুমপাড়া এলাকায় পৃথক গুলি বর্ষন হয়েছে বলে মৎস্য চাষি ও স্থানীয়রা জানিয়েছেন।

 ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে কুমপাড়া এলাকায়। কুমপাড়ার লোকজন জানায় প্রায় ১৫একর জমিতে স্থানীয় মৃত.এয়াকুব আলীর ছেলে সোলেয়মান, মৃত.করিমদাদের ছেলে মো.হাসানসহ ছয়জন চাষি যৌথভাবে শহরজানি বাপের ঘোনায় মাছ চাষ করে আসছিলেন। ওই ঘোনার মুল মালিক পেকুয়া সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, এয়ার মোহাম্মদ গং। সোলেয়মান বর্ষায় মাছ চাষ ও শুষ্ক মৌসুমে একই জমিতে লবন চাষ করে থাকেন। মালিকদের কাছ থেকে তারা সনসন লাগিয়ত নিয়ে ওই জমিতে লবন ও মাছ উৎপাদনে নিয়োজিত।

 মৎস্য চাষি সোলেয়মান জানায় মটকাভাঙ্গা এলাকার তোফাজ্জলের ছেলে জিসান উদ্দিন আমাদের ঘোনা দখল নিতে মরিয়া হয়েছে। সে ছাত্রদলের সাবেক দুর্ধর্ষ ক্যাডার। গত কয়েকদিন ধরে প্রজেক্টে হানা দিচ্ছে। বহিরাগত সন্ত্রাসী এনে গত তিন দিন ধরে অন্তত ১০ রাউন্ড অধিক ফাকা গুলি ছোঁড়ে। প্রজেক্টের বাধ কেটে দেয়া হয়েছে। আমরা ছয়জনে চলতি বছর প্রজেক্টে মাছ চাষ করতে পোনা সরবরাহ দিয়েছি। কয়েক লাখ টাকা বিনিয়োগ করছি। জিসান দু’বছর আগেও আমাদেরকে বেকায়দায় ফেলতে একই কাজে লিপ্ত ছিল।

অংশীদার মো.হাসান জানায় জিসান টাকা ও অস্ত্রের জোরে আমাদেরকে উচ্ছেদ করার পায়তাঁরা করছে। পুলিশকে দিয়ে আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করার হাকাবকা করছে। জমির মালিক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম ও এয়ার মোহাম্মদ জানায় আমরা জমি লাগিয়ত করেছি সোলেয়মান গংদের। জিসানের ৬৪শতক জমি আছে। এগুলো নিয়ে সে প্রজেক্ট দখল করতে পারেনা। জিসান উদ্দিন জানায় প্রজেক্টে আমার জায়গা আছে। আমি গত বছরও প্রজেক্ট করেছি। তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। গুলি বর্ষন হয়নি। এসব মিথ্যে।

ইউপি সদস্য ও ওয়ার্ড় আ’লীগ সভাপতি নুরুল আজিম জানায় জিসান অন্যায় করছে। সে ছাত্রদল করত। সোলেয়ামান ওয়ার্ড় আ’লীগের সহ-সভাপতি। ঘোনায় জিসানের সামান্য জমি আছে। কিন্তু সে পুরো জায়গা দখল নিতে চায়। আতংক ছড়াতে এলাকায় প্রতিনিয়ত গুলি ছোঁড়ছে।

পাঠকের মতামত: