ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

পেকুয়া প্রতিনিধি ::  কক্সবাজারের পেকুয়ায় কার্যক্রমে গতিশীলতা আনতে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।

১৪ জুলাই সকালে উপজেলা চত্বরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলার ৭ ইউনিয়নের ৫৭ জন গ্রামপুলিশকে ৫৭টি সাইকেল বিতরণ করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গ্রামপুলিশদের মাঝে এ সাইকেল বিতরণ করেন।

এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ বলেন, আশা করছি এর মাধ্যমে তাদের কার্যক্রম গতিশীলতা পাবে এবং তাদের জন্য সরকারি দায়িত্ব পালন সহজতর হবে।

পাঠকের মতামত: