ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় গাড়ি চাপায় হতাহত-২

ACCIDENTপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় গাড়ি চাপায় দু’মোটর সাইকেল আরোহী হতাহত হয়েছেন। এসময় শহিদুল করিম ছুট্টু (৩৮) ঘটনাস্থলে প্রান হারান। অপর আরোহী জিগার উদ্দিন (৪২) মারাত্বক আহত হয়েছেন। তাকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে চকরিয়ার ডুলহাজারা খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে সন্ধ্যার দিকে চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।  শনিবার (১০ সেপ্টম্বর) বিকেল চারটার দিকে চকরিয়া উপজেলার ইদমনি লাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ছুট্টু পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মৃত.দেলোয়ার হোসেনের ছেলে। আহত জিগার একই এলাকার মৃত. নুর আহমদের ছেলে বলে জানা গেছে। গতকাল বিকেলে নিহত শহিদুল করিম ছুট্টুর মরদেহ তার গ্রামের বাড়ি সিকদারপাড়ায় পৌঁছে। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। তাদের পরিবার সুত্রে জানা গেছে ওইদিন বিকেলে জিগার ও ছুট্টু মোটর সাইকেল যোগে চকরিয়া যাচ্ছিলেন। পথি মধ্যে মহেশখালী-চকরিয়া সড়কের ইদমনি লাল ব্রিজ সংলগ্ন স্থানে দুর্ঘটনার শিকার হন। জানা গেছে সড়কে সংস্কার কাজে ব্যবহৃত একটি ড্রাম সিডার গাড়ি বদরখালী থেকে চকরিয়ার দিকে যাচ্ছিল। এবিসি সড়ক ও মহেশখালী সড়কের ত্রি মুখী পয়েন্টে ওই গাড়িটি তাদের মোটর সাইকেল চাপা দেয়। এ সময় ছুট্টু ঘটনাস্থলে নিহত হন। পালিয়ে যাওয়ার সময় বাঘগুজারা ব্রিজ থেকে চকরিয়ার বহদ্দার কাটা ফাঁড়ির পুলিশ চালক হেলাল উদ্দিনসহ ওই গাড়িটি আটক করে।

পাঠকের মতামত: