ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় গাড়িচাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের পেকুয়ায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে সুপ্রা মণি (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পেকুয়া-বাঁশখালী-আনোয়ারা সড়কের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাজার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু একই এলাকার জসিম উদ্দিনের কন্যা। পুলিশ চালক মো. ইমরানকে আটক ও মাইক্রোবাসটি জব্দ করেছে। ইমরান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ছিড়াবটতলী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম অভিমুখী একটি দ্রুতগামী হাইয়েস মাইক্রোবাস সুপ্রা মণিকে চাপা দেয়। এ সময় প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চালক ইমরানকে আটক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। ‘

পাঠকের মতামত: