ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় গাঁজা সম্রাট কালু ফকির আটক

pe gaza পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়া উপজেলা সদরের বাইম্যাখালী এলাকা থেকে গাঁজার গাছ, গাজা ও সেবনের উপকরণসহ গাঁজা সম্রাট কালু ফকিরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ মে)  দুপুর দেড়টার দিকে পেকুয়া থানার এএসআই জয়নাল আবেদিনের নেতৃত্বে একদল পুলিশ বাইম্যাখালী এলাকার মৃত আলী আহম্মদের ছেলে গাঁজা সম্রাট কালু ফকিরকে আটক করে। এ সময় সুলতান নামের তার এক সহযোগীকেও আটক করে পুলিশ। আটক সুলতান কক্সবাজারের খুরুসকুল এলাকার আবুল হোসেনের ছেলে।

আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দশ পুটলি গাঁজা, একটি গাঁজার গাছ ও গাঁজা সেবনের উপকরণসহ গাঁজা সম্রাট কালু ফকির ও তার সহযোগী সুলতানকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: