ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় গলায় কলা আটকে শিশু কন্যার মৃত্যু

নাজিম উদ্দিন, পেকুয়া ::

পেকুয়ায় এক শিশুর গলায় কলা আটকে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০এপ্রিল) সকাল ১১টায় পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের অালেকদিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম নিহা মণি (৩)। সে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের শাইরপাড়া এলাকার ফজল করিমের কন্যা। ওইদিন নিহা মনি নানীর সাথে টইটংয়ে তাদের নিকটতম অাত্বীয়ের বাড়িতে ফাতেহায় যোগদান করেছিল। জানা যায় টইটংয়ে মরহুম অাবুল অাহমদের বাড়িতে কুলকানি উপলক্ষে ফাতেহার কলা খাচ্ছিল শিশুটি। এক পর্যায়ে একটি কলার টুকরা তার গলায় অাটকে যায়। বাঁশখালী সরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজাখালী ইউপি’র সদস্য নেজাম উদ্দিন নেজু জানায় শিশুটি নানীর সাথে টইটংয়ে তাদের অাত্বীয়ের বাড়িতে বেড়াতে যায়। ওখানেই শিশুটির গলায় কলা অাটকিয়ে মূমর্ষ হয়ে পড়ে । পরে পরিবার বাঁশখালী হাসপাতালে শিশুটিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহা মনির নানার বাড়ি রাজাখালী ইউনিয়নের মিয়া পাড়ায়। কয়েকদিন আগে নিহা তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে।

পাঠকের মতামত: