ঢাকা,রোববার, ২৬ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ক্যান্সার আক্রান্ত মাকছুদের পাশে প্রবাসি ঐক্য পরিষদ, নগদ অর্থ সহায়তা

নাজিম উদ্দিন, পেকুয়া ::  কক্সবাজারের পেকুয়ায় ক্যান্সার আক্রান্ত মুহাম্মদ মাকছুদের পাশে দাঁড়াল পেকুয়া উপজেলা প্রবাসি ঐক্য পরিষদ। চিকিৎসা সহায়তার জন্য তাকে নগদ ১০হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে। মাকছুদ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন মেহেরনামা বাজার পাড়া এলাকার বাসিন্দা। রবিবার (৫জুলাই) প্রবাসি ঐক্য পরিষদের সদস্য দুবাই প্রবাসি হুসনে মোবারক ও সৌদি প্রবাসি আবু ইউসুফ মাকছুদের হাতে এ অর্থ তুলে দিয়েছেন। জানাগেছে, মাকছুদ দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। অার্থিক অস্বচ্ছলতার কারনে তার চিকিৎসাসেবা থমকে যায়। চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছিলেন তিনি। উপজেলা প্রবাসি ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম জানিয়েছেন, ঐক্য পরিষদ সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানবসেবা করা। সে লক্ষ্য এ সংগঠনের অগ্রযাত্রা। অসহায়, দুস্থ লোকের কল্যানের পাশে থেকে আমাদের সংগঠন মানবসেবায় এগিয়ে যাবে। মাকছুদ ক্যান্সার রোগে আক্রান্ত। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা তার চিকিৎসা সহায়তা দিতে সামান্য নগদ অর্থ দিয়েছি।

পাঠকের মতামত: