ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় কৃষকের জমি দখলে নিল দুর্বৃত্তরা

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় এক অসহায় কৃjomi dodoষকের ২০শতক জমি জবর-দখলে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ওই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভীতি ছড়িয়ে দখল করে জমিতে ধানের চারা রোপন করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। যেকোন মুর্হুতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করেছেন স্থানীয়রা। এদিকে জমির মালিক আইনি সহায়তা পেতে গতকাল সোমবার সকালে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার শীলখালী ইউনিয়নের কাছারীমুড়া এলাকার পৈত্রিক সুত্রে প্রাপ্ত বারবাকিয়া মৌজার ২০শতক জমির মালিক মৃত.মোহাম্মদ হোসাইনের ছেলে মনছুর আলম। দীর্ঘ বছর ধরে ওই জমি তার ভোগ দখলে ছিল। এদিকে ওই জমির প্রতি লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার প্রভাবশালী মৃত.মুহাম্মদ আলীর ছেলে আবু তালেব গংদের। সম্প্রতি ওই জমি জবর দখলের চেষ্টা চালায় আবু তালেব, মুহাম্মল হোসেনের ছেলে ওসমান গনি ও পেঠান মাতবরপাড়া এলাকার কামাল হোসাইনের নেতৃত্বে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। এর সুত্র ধরে গতকাল সকালে ১০-১২জনের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে কৃষকের জমিতে ধানের চারা রোপন করে দখলে নেয়। এ ব্যাপারে মনছুর আলম জানায় ওই জমি আমি পৈত্রিকসুত্রে প্রাপ্ত। আবু তালেব গং আমাকে উচ্ছেদ করতে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে। পরিষদের রায় আমার পক্ষে আছে। খতিয়াত সৃজিত আছে। এরপরেও আমি তাদেরকে বারবার বৈঠকে বসতে বলেছি। কিন্তু তারা এসব উপেক্ষা করে আমার জমিতে ধানের চারা রোপন করেছে। মো.আবু তালেব জানায় এ জমি আমার স্ত্রী পৈত্রিকসুত্রে পেয়েছে। মনছুর আলমের প্রাপ্য জমি তার বসতভিটায় অতিরিক্ত আছে। কারো জমি দখল করিনি। পেকুয়া থানার ওসি জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়া অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: