ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় করোনায় মারা গেলেন আ’লীগ সভাপতির স্ত্রী

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় জাহেদা খানম (৬৫) নামে এক বৃদ্ধা নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে।

তিঁনি পেকুয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বারবাকিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম ছাদেকুর রহমান ওয়ারেছির স্ত্রী ও শিলখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেছির মা।

বিগত দুই সপ্তাহ আগে চট্টগ্রামের বাসায় করোনায় আক্রান্ত হন এ নারী। শনিবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যায়। বিকেল ৫টায় পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপিস্থ ওয়ারেছিয়া জামে মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

ওয়ারেছি পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানায়, গত দুই সপ্তাহ আগে চট্টগ্রামের বাসায় মরহুম ওয়ারেছির স্ত্রী জাহেদা বেগম করোনার এন্টিজেন পরিক্ষায় পজিটিভ হয়। দীর্ঘ চিকিৎসা নিয়ে করোনা থেকে রেহায় পায়নি।

প্রখ্যাত জমিদার পরিবারের মহীয়সী এ নারীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও পেকুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেকুয়া রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি জালাল উদ্দিন ও পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কপিল উদ্দিন বাহাদুর।

পাঠকের মতামত: