ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত 

পেকুয়া প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে এক আলোচনা সভা ও

র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে পেকুয়া থানা কম্পাউন্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম।

পেকুয়া থানার পুলিশ উপপরিদর্শক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট কামাল হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল করিম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ছাবের আহমদ, টৈটং  ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী ও সাংবাদিক এম দিদারুল করিম প্রমূখ।

পাঠকের মতামত: