ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ওয়ার্কশপের ড্রাম বিষ্ফোরিত হয়ে যুবকের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি ::
পেকুয়ায় মেকানিক্যাল ওয়ার্কশপের কাজ দেখতে গিয়ে  ড্রাম বিষ্ফোরিত হয়ে প্রাণ হারাল মোঃ হারুন (২৮) নামের এক যুবক। সে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়া এলাকার মোঃ কালুর ছেলে।

সোমবার (২৯জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পেকুয়া বাজারের পশ্চিমে হোসেনের মালিকানাধীন ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, বরইতলি মগনামা সড়ক ঘেঁষে পেকুয়া বাজারের বেশ কয়েকটি ওয়ার্কশপে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভাবে তেলের বাতিল ড্রাম ও মেয়াদ বিহীন গ্যাস সিলিন্ডার কাটা হতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, তেলের একটি ড্রাম কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় তেলের ড্রামটি গ্যাসপূর্ণ হয়ে বিষ্ফোরিত হয়। ড্রামের একটি অংশ ছিটকে ওই যুবকের বুকে এবং গলা বিধে। এতে তার প্রাণহানি ঘটে।

পাঠকের মতামত: