কক্সবাজারের পেকুয়ায় ওপেন হাউস ডে অনুষ্টানে থানার অফিসার ইনচার্জ (ও.সি) জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়া বলেছেন, এলাকার মাটি ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সহযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে। একই সাথে অবৈধ অস্ত্রের প্রদর্শন মহড়া, দখল বেদখল, অপহরণ, খুন, চুরি, ডাকাতি, ছিনতাই, দূস্যতা, বন ভুমি দূস্যতা, জালজালিয়াতি, প্রতারনা, বাল্য বিয়ে, ইভটিজিং, সাইবার ক্রাইম, নারী ও শিশু নির্যাতনসহ যে কোন ধরনের অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগে পুলিশি তৎপরতা জোরদার অব্যাহত থাকবে। ২১সেপ্টম্বর বুধবার সকাল ১১টায় ওপেন হাউস ডে অনুষ্টানের আয়োজন করা হয়। পেকুয়া থানার অফিসার ইনচার্জ(ও.সি) জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়ার সভাপতিত্বে থানার সাব ইনস্পেক্টর এস.আই বিপুল কান্তি’র সঞ্চালনায় অনুষ্টিত নিয়মিত ওপেন হাউস ডে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক প্রভাবশালী সদস্য চট্টগ্রাম আইন কলেজের প্রাক্তন ভিপি পেকুয়া উপজেলা জংগীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি জননেতা এস. এম. গিয়াসুদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জঙ্গীবাদ সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব মোঃ আবুল কাসেম, চেয়ারম্যানদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সেক্রেটারী উজানটিয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এম. শহিদুল ইসলাম চৌধুরী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার এম.আযম খান, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী নেত্রী উম্মে কুলসুম মিনু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. কফিল উদ্দিন বাহাদুর, প্রাথমিক শিক্ষক নেতা মাষ্টার মোঃ হানিফ চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, প্রবীন শিক্ষানূরাগী ও সমাজহিতৈষী সাবেক চেয়ারম্যান আলহাজ¦ নুরুল ইসলাম বিএসসি, শিলখালী ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ¦ মোঃ নুরুল হোসাইন, টইটং ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জাহেদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর, স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃস্থানীয় সামাজিক ও পেশাজিবী গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, থানার বিভিন্ন পর্যায়ের অফিসার কর্মকর্তা কর্মচারী এবং গ্রাম পুলিশের দফাদার চৌকিদারগণ।
#############
পেকুয়ার মোবারেকা এভিনিউ সড়ক সংষ্কারে বরাদ্ধ ঘোষনা করলেন এম.পি ॥
পেকুয়া প্রতিনিধি :::
কক্সবাজারের পেকুয়ায় অর্ধশত বছরের সংষ্কার বঞ্চিশ অবহেলিত চকরিয়া পেকুয়ার উত্তর জনপদের সেতু বন্ধন হিসাবে পরিচিত মোবারেকা এভিনিউ সড়কের সংষ্কারে বরাদ্ধ ঘোষনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি। গতকাল ২০সেপ্টম্বর মঙ্গলবার বিকালে সংসদের সাথে সাক্ষাতকালে বিষয়টি নিশ্চিত করে ৭অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় ওই সড়কটি পরিদর্শনের কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে যোগদান করে বিষয়টি নিশ্চিত করার ঘোষনা করেছেন। জানা যায়, ৬০র’ দশকে জেলার চকরিয়া পেকুয়া দু’উপজেলার উপকুলীয় অঞ্চলে বসবাসরতদের সড়ক যোগাযোগ সুবিধা নিশ্চিতে তৎকালীন সম্ভ্রান্ত জমিদার চট্টগ্রাম জেলা পরিষদের প্রভাবশালী সদস্য মরহুম ছৈয়দুর রহমান ওয়ারেচীর ঐকান্তিক প্রচেষ্টা উদ্যোগে সরকারী অর্থায়নে নির্মান করা হয় বারবাকিয়া হারবাং সংযোগ মোবারেকা এভিনিউ সড়ক। সে সময় থেকে একমাত্র এই সড়কটি ওই দু’উপজেলার উপকুলীয় অঞ্চল ছাড়াও প্রতিবেশি কুতুবদিয়া, মহেশখালী এবং চট্টগ্রামের বাঁশখালী সহ তৎপাশর্^বর্তী এলাকার লোকজনের গন্তব্য যাত্রার একমাত্র অবলম্ভন হিসাবে ব্যবহৃত হতো। এমনকি স্বাধীনতা পূর্বাপর ৯০’র দশক সময় পর্যন্ত্য রাস্তাটি চকরিয়া পেকুয়া দু’উপজেলার উত্তর জনপদের মাটি আর মানূষের সেতুবন্ধনের পরিচিতি লাভ করে। কিন্তু জনশ্রুতি রয়েছে নির্মানের পর থেকে আজোবধি গত প্রায় অর্ধশত বছর যাবত জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে লাগেনি কোন সংষ্কার, সম্প্রসারণ, উন্নয়ন বা আধুনিকতার ছোঁয়া। এক পর্যায়ে আর্থ-সামাজিক ও রাজনৈতিক পটপরিবর্তনের সূযোগ আর স্থানীয় জনপ্রতিনিধি সমাজপতিদের চত্রচ্ছায়ায় প্রতিহিংসা প্রতিশোধ পরায়ন রাজনৈতিক সামাজিক নেতৃস্থানীয়দের রোষানলের শিকারে পরিণত হয়ে এ গুরুত্বপূর্ণ সড়কে সরকারী অর্থায়নের প্রায় সাড়ে ১২লাখ মূল্যবান টেকসই রাস্তার ইট লোপাট পাঁচার হয়ে যাওয়ায় সড়কটি শুধু যান চলাচলের ক্ষমতাই হারায়নি হারিয়েছে স্বাভাবিক জন চলাচলের ধারাবাহিকতাও। ফলে, সড়কটিকে ঘিরে গড়ে তোলা দু’উপজেলার হাজার হাজার পরিবারের নিত্য গন্তব্য যাত্রাও হয়ে পড়ে চরম অনিশ্চিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি উপকুলের মাটি ও মানূষের প্রিয় নেতা মরহুম ছাদেকুর রহমান ওয়ারেচী বিষয়টি নবম সংসদের সংরক্ষিত আসনের সদস্য চকরিয়া-পেকুয়ার দায়িত্বপ্রাপ্ত আলহাজ¦ সাফিয়া খাতুন এম.পি’র সফরকালে উপজেলার মোবারেকা এভিনিউ সড়কের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরলে তিনি একাধিক ডিও লেটারের মাধ্যমে রাস্তাটিকে এল.জি.ই.ডি কর্তৃপক্ষের তালিকাভুক্তি সহ প্রথম দফায় সাড়ে ৬লাখ টাকা ব্যায়ে শিলখালীর ইয়াতিমখানা থেকে মাঝেরঘোনা ষ্টেশন পর্যন্ত সংষ্কার, ২য় দফায় প্রধানমন্ত্রী তহবিলের প্রায় সাড়ে ৫৬লাখ টাকা অর্থায়নে মাঝেরঘোনা থেকে জারুলবনিয়া ছাড়ার মার ব্রীজ পর্যন্ত্য অংশে পূনঃ ব্রীক সলিন উন্নয়ন সম্পাদন করেন। দশম জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের জের ধরে সড়কটির সংষ্কার কাজে ফের অনিশ্চয়তা দেখা দেয়। পরে, শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তরুন রাজনীতিবীদ ও সমাজসেবক ওয়াহিদুর রহমান ওয়ারেচীর অনুরোধ আবদারে এলাকার প্রবীন সংবাদকর্মী অনলাইন জার্নালিস্ট এসোসিশেন অব বাংলাদেশ(বিওজেএ)র’ কক্সবাজার কমিটির সহ-সভাপতি আওয়ামীলীগ নেতা সাংবাদিক এস. এম. ছগির আহমদ আজগরী জনগুরুত্ব এসড়কের হারানো ঐতিহ্য ফেরানো নিয়ে দৃষ্টি নন্দন লেখনীর মাধ্যমে বিষয়টি সরকার ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি গোঁচরে আনলে মহানুভব বর্তমান ইউএনও মোঃ মারুফুর রশিদ খান সাম্প্রতিক সময়ে সড়কটি সরোজমিন পরিদর্শন করে ও স্থানীয়দের সাথে কথা বলে রাস্তার প্রয়োজনীয়তা অবহিত হয়ে বিষয়টি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান মাননীয় সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’র দৃষ্টি গোঁচর করেন। এম.পি ইলিয়াছ পেকুয়ার মোবারেকা এভিনিউ সড়কের প্রয়োজনীয়তার কথা অবগত হওয়ার পরপরই তার পূনঃ সংষ্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরী তাগাদা দেন। এম.পি ইলিয়াছের এ আদেশের পর পরই স্থানীয় এল.জি.ই.ডি কর্তৃপক্ষের পদস্থ্যরা দ্রুততম সময়ের মধ্যে অবহেলিত সড়কের জনগুরুত্ব অংশের সংষ্কারের বিষয়ে চাহিদাপত্র সরকার, স্থানীয় এম.পি ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেন। চাহিদাপত্রে অবহিত হয়ে সম্প্রতি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান মাননীয় সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি পেকুয়ার মোবারেকা এভিনিউ সড়ক সংষ্কারের প্রত্যাশিত অর্থ বরাদ্ধ দেন। এম.পির ব্যক্তিগত সহকারী (সচিব) মোঃ নাজিম উদ্দিন বরাদ্ধের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউএনও’র কাছ থেকে তৎবিষয়ে তথ্য সংগ্রহের অনুরোধ জানান। এবিষয়ে জানতে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মারুফুর রশিদ খানের কাছে জানতে চাইলে তিনি এম.পি’র বরাদ্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী ৭অক্টোবর শুক্রবার শিলখালীর জারুলবনিয়া ষ্টেশনে আয়োজিত নাগরিক সংবর্ধ্বনায় প্রধান অতিথির আসন অলংকরনের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয় বিষয়টি খোলাসা করবেন।
পাঠকের মতামত: