ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পেকুয়ায় এসএসসি দাখিলে ফলাফল বিপর্যয়

এইচ এম রিয়াজ, পেকুয়া:

sscb এসএসসি দাখিলের ফলাফলে পেকুয়ার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চরম ফলাফল বিপর্যয় হয়েছে। কমেছে পাশের হার, এ প্লাস।

সদ্য ঘোষিত এসএসসি ফলাফলে পেকুয়া উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করতে পারেনি। অন্যদিকে, দাখিলও একিই অবস্থা। ১০টি মাদ্রসার মাদ্রসার মধ্যে কোন মাদ্রসার শিক্ষার্থীরা শতভাগ পাশ করতে পারেনি।

ঘোষিত ফলাফল বিশ্লেষণে জানা যায়, এসএসসিতে চট্রগ্রাম বোর্ড এর ধীনে পেকুয়া পেকুয়া উপজেলার দশটি স্কুলে মোট পরীক্ষার্থী ছিল ১১৩৮ জন, যার মধ্যে পাশ করে ৯৫৯ জন, আর ফেল করেছে ১৭৯ জন, এ প্লাস পেয়েছে মাত্র ১৮ জন। যার মধ্যে জিএমসিতে ১৪ জন, শিলখালী উচ্চ বিদ্যালয়ে ৩ জন, আর পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ জন। বাকি ৭ প্রতিষ্ঠানে একজনও নেই। জানাযায়, কোন কোন প্রতিষ্ঠানে এ পেয়েছে এমন শিক্ষার্থীরা হাতে গনা।

 এদিকে, দাখিলে মাদ্রসা বোর্ড এর অধীনে দশটি মাদ্রসায় মোট পরীক্ষার্থী ছিল ৫৩১ জন, যার মধ্যে পাশ করেছে ৩৯৫জন, আর ফেল করেছে ১৩৬ জন, এ প্লাস নেই কোন প্রতিষ্ঠানে।

প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল দেখলে তা আরো স্পষ্ট হয়ে যায়।

 এসএসসিঃ

পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশন থেকে ২৬৬ জনের মধ্যে ২১৮ জন পাস করে। পাসের হার ৮১.৯৫%। ১৪ জন এ প্লাস পেয়েছে। শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে ১৭৭ জনের মধ্যে ১৬৪ জন পাস করে। পাসের হার ৯২.৬৬%। এ প্লাস পেয়েছে ৩ জন। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০০ জনের মধ্যে ৭২ জন পাস করেছে। এ প্লাস পেয়েছে ১ জন। পাসের ৭২%। রাজাখালী ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে ৮১ জনের মধ্যে ৬৩ জন পাস করে। পাসের ৭৭.৭৮%। রাজাখালী এয়ার আলীখান উচ্চ বিদ্যালয় থেকে ৭৬ জনের মধ্যে ৭১ জন পাস করে। পাসের হার ৯৩.৪২%। হোসনে আরা উচ্চ বিদ্যালয় থেকে ৪৩ জনের মধ্যে ৩৩ জন পাস করে। পাসের হার ৭৬.৭৪%। মেহেরনামা উচ্চ বিদ্যালয় থেকে ১০৪ জনের মধ্যে ৯৩ জন পাস করে। পাসের হার ৮৯.৪২%। বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৪৮ জনের মধ্যে ১৩৯ জন পাস করেছে। পাসের হার ৯৩.৯২%। মগনামা উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জনের মধ্যে ৪৩ জন পাস করে। পাসের হার ৬৫.১৫%। টইটং উচ্চ বিদ্যালয়ে ৭৭ জনের মধ্যে ৬৩ জন পাস করে। পাসের হার ৮১.৮২%। উপজেলার এ বিদ্যালয় গুলোতে গড় পাসের হার ৮২.৪৯%।

দাখিলের ফলাফলঃ

১. মৌলভী বাজার ফারুকীয়া সিনিয়র আলিম মাদ্রসাঃ পরীক্ষার্থী- ৬০, পাশ- ৩৫, ফেল করে ২৫ জন, পাশের হার- ৫৮.৩৩%।

২। পেকুয়া আদর্শ মহিলা মাদ্রাসাঃ পরীক্ষার্থী- ৪০, পাশ- ২৫, ফেল ১৫ পাশের হার- ৬২.৫%।

৩।মেহেরনামা আলমাছিয়া দাখিল মাদ্রসাঃ পরীক্ষার্থী- ৩২ পাশ- ২৮, ফেল করেছে ৪ জন, পাশের হার- ৮৭.৫%।

৪।ফাঁসিয়াখালী ইসলামীয়া ফাযিল মাদ্রসাঃ পরীক্ষার্থী- ৫২, পাশ- ৫০, করেছে ২ জন, পাশের হার- ৯৬.১৫%।

৫।পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামীয়া আলিম মাদ্রাসাঃ পরীক্ষার্থী- ৭৪, পাশ- ৪৯, করেছে ২৫ জন, পাশের হার- ৬৬.২১%।

৬।টইটং বটতলী শফিকীয়া দাখিল মাদ্রসাঃ পরীক্ষার্থী- ৬০ পাশ- ৪৬, করেছে ১৪ জন, পাশের হার- ৭৬.৬৬%।

৭।রাজাখালী সুন্দরীপাড়া মেহেরুল উলুম দাখিল মাদ্রসাঃ পরীক্ষার্থী- ৪৩ পাশ- ২৮, করেছে ১৫ জন, পাশের হার- ৬৫.১১%।

৭।রাজাখালী বি.ইউ.আই. ফাযিল মাদ্রসা পরীক্ষার্থী- ৬১, পাশ- ৫০, করেছে ১১ জন, পাশের হার- ৮১.৯৬%।

৯।মগনামা মাঝিরপাড়া শাহ রশিদীয়া সিনিয়র মাদ্রসা পরীক্ষার্থী- ৭২ পাশ- ৪৮, করেছে ২৪ জন, পাশের হার- ৬৬.৬৬%।

১০।উজানটিয়া এ.এস সিনিয়র মাদ্রসাঃ পরীক্ষার্থী- ৩৭, পাশ- ৩৬, করেছে ১ জন, পাশের হার- ৯৭.২৯%।

এদিকে, এমন ফলাফলে পেকুয়ার সুশীল সমাজের সচেতন ব্যক্তিবর্গদের নানা প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকেতেও বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করে ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চেয়েছে।

পাঠকের মতামত: