ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় একজনের দলিলের বিপরীতে অন্য জনের ভুঁয়া সৃজিত খতিয়ান

114-300x237নিজস্ব প্রতিনিধি. পেকুয়া ::

কক্সবাজারের পেকুয়ায় ১১.৩৩ শতক জমি নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ দেখা দিয়েছে। জমির খরিদাস্বত্তের মালিক ভাতিজা। দলিল সৃজন করে ওই জমি বিগত তিন বছর আগে ক্রয় করেন সে। বর্তমানে ওই জমি ঘরভিটা তৈরীর জন্য ভাতিজা মাটিও ভরাট করেন। খরিদ করার পর থেকে জমি তার দখল রয়েছে। এদিকে একই জমি জবর দখলের কুমানসে তার আপন চাচা তথ্য গোপন করে ভুমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজসে নিজের নামে জমাভাগ খতিয়ান সৃজন করে। জানা গেছে, ওই জমি দখলকে কেন্দ্র করে উপজেলার টইটং ইউনিয়নের হাজ্বি বাজার এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘাত দেখা দিয়েছে। খরিদা স্বত্তের মালিক একই ইউনিয়নের পুরাদিয়া এলাকার মৃত.উলামিয়ার ছেলে মো.রফিক চাচা বদিউল আলমের নামে সৃজিত জমাভাগ খতিয়ানের বিরুদ্ধে পেকুয়া সহকারি কমিশন (ভুমি) বরাবরে একটি মিচ মামলা দায়ের করেন। যার নং-৩৮/১৬। মো.রফিক জানিয়েছেন একই ইউনিয়নের জান আলী মুরা এলাকার মৃ.মো.কালুর ছেলে আছাদ আলীর কাছ থেকে ১১.৩৩শতক জমি ক্রয় করেন। যার দলিল নং-১০৩৪/১৩। ওই জমির প্রতি লোলুপ দৃষ্টি পড়ে আমার চাচা বদিউল আলমের। তিনি আমার খরিদকৃত জমি জমাভাগ খতিয়ান সৃজন করেন। যার নং-১৪০০। তিনি জানিয়েছেন বদিউল আলমসহ চার জনের নামে জমি খতিয়ান সৃজন করে। এরমধ্যে মনোহর আলী নামে একজন কাল্পনিক ব্যক্তিকে খতিয়ানে অর্ন্তভুক্ত করা হয়েছে। তার পিতার নাম উল্লেখ করা হয়েছে বদিউল আলম। অথচ আমার চাচার উসমান নামের এক ছেলে রয়েছে। অন্যরা সব মেয়ে। কিন্তু খতিয়ানে দু’জনকে সন্তান উল্লেখ করেছে। যা দুর্ধান্ত প্রতারনা।

##############

মগনামায় অপরাধ নির্মূলে এলাকায় সর্বদলীয় বৈঠক

নিজস্ব প্রতিনিধি. পেকুয়া :::

পেকুয়ার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় অভিনব বৈঠক করেছেন গ্রামবাসিরা। অপরাধ, ব্যভিচার ও সামাজিক অপতৎপরতায় এলাকায় আইনশৃংখলা পরিস্থিতির মারাত্বক অবনতি হয়েছিল। মসজিদের পাশ্ববর্তী স্থানে চলছিল অসামাজিক কার্যকলাপ। এসব বাধা দেয়ার জের ধরে গত ৫ মাস আগে এক বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। অগ্নিকান্ডের ফলে এক অসহায় বিধবার বসতঘর সম্পুর্ন ভষ্মিভুত হয়। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজারপাড়া এলাকার স্থানীয়রা ওই ঘটনাকে পরিকল্পিত বলে পুলিশকে স্বাক্ষি দেয়ায় পুলিশ দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রেকর্ড় করে থানায়। বাজারপাড়া এলাকার মৃত.নুরুল ইসলামের স্ত্রী নুরুন্নাহার বাদি হয়ে ওই মামলায় একই পরিবারের তিন মহিলাসহ চার জনকে আসামি করে। পেকুয়া থানার এসআই বিমল কান্তি দেব অভিযান চালিয়ে রিপু আকতার নামে এক মহিলাকে গ্রেফতার করে। ওই সময় থেকে এ মহিলা জেল হাজতে রয়েছে। মামলার অপর আসামিরা গা ঢাকা দিয়েছেন। এদিকে ওই মহিলাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদার হওয়ায় এলাকায় সামাজিক অপতৎপরতা হ্রাস পেয়েছে। শান্তি শৃংখলা এসেছে ফিরে। গতকাল শুক্রবার বাজারপাড়ায় স্থানীয়রা এক সর্বদলীয় বৈঠক করেছেন। বাজারপাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে সকালে প্রায় শতাধিক গ্রামবাসিরা বৈঠকে জড়ো হয়েছেন। মগনামা ইউপির ১নং ওয়ার্ড় সদস্য নুর মুহাম্মদ মাদু ওই বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় আ’লীগ, বিএনপি, জামাতসহ সর্বদলীয় নেতৃবৃন্দরা বৈঠকে মিলিত হন। এ সময় বক্তব্য রাখেন মো.নোমান উদ্দিন, এনামুল হক, আনিছ উল্লাহ, হেলাল, শাহাব উদ্দিন, রিয়াজ উদ্দিন, ছৈয়দনুর, আবুতাহের, সালাহ উদ্দিন এমএ, নুরুল হুদা মেম্বার প্রমুখ। তারা বাজারপাড়ার সামাজিক অপতৎপরতা নির্মুলে সবাই একযোগে কাজ করার শপথ নেন। এবং প্রশাসনকে ধন্যবাদ জানান ব্যভিচারকারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ায়।

পাঠকের মতামত: