পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
পেকুয়ায় ইসলামী ব্যাংকের উদ্যেগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারি কেন্দ্র প্রধানদের প্রশিক্ষন কমসুচী-২০১৬ সম্পন্ন হয়েছে। গতকাল ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় পেকুয়াবাজারস্থ ইসলামী ব্যাংক বাংলদেশ লিমিটেডের মিলনায়তনে ব্যাংকের ব্যবস্থাপক মো.আবু জাফরের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মো.মুছার সঞ্চালনায় অনুষ্টিত ওই প্রশিক্ষন কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রামের হেড অব জোন কর্মকর্তা মো.আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের চট্টগ্রাম দক্ষিন জোন কর্মকর্তা মো.মিজানুর রহমান, ইসলামী ব্যাংক বাঁশখালী শাখার ব্যবস্থাপক মমতাজ উদ্দিন চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এ.এইচ.এম বদিউল আলম জিহাদী। ওই প্রশিক্ষন কমসুচীতে আরডিএস প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও সদস্য, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষন কর্মসুচী শেষে প্রধান অতিথি আরডিএস প্রকল্পের কেন্দ্র প্রধান ও সংগঠকদের পুরস্কৃত করেন। এছাড়া চিকিৎসার জন্য তিন জনকে নগদ অর্থ সহায়তা করা হয়।
পাঠকের মতামত: