ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ইউএনও, পুলিশ ও ব্যবসায়ীদের লক্ষ্য করে ওয়াসিম বাহিনীর ফের গুলিবর্ষণ

pekনিজস্ব প্রতিবেদক :::

পেকুয়ার মগনামা ইউনিয়নের ফুলতলা ষ্টেশনে ব্যবসায়ী ও জনগণকে লক্ষ্য করে ২য় দফার মতো গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে ওয়াসিম বাহিনীর অবৈধ অস্ত্রধারীরা। এতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের নাম জানা যায়নি।

 গত রবিবার (৪জুন) সকালে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল করিম ও পেকুয়া থানা ওসি জহিরুল ইসলাম খান একদল পুলিশ নিয়ে আফজালিয়া পাড়াস্থ ওয়াসিম বাহিনীর আস্তানার দিকে রাওনা হলে তাদের লক্ষ্য করেও গুলি ছুড়ে ওয়াসিম বাহিনীর অস্ত্রধারীরা। এসময় তারা আর সামনের দিকে না গিয়ে ফুলতালা ষ্টেশনে ফেরত আসে। পরে ফুলতালার ব্যবসায়ী ও জনগনের সাথে বৈঠক করে ঘটনাস্থল ত্যাগ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনাপূর্ণ ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

 শনিবারের ঘটনায় একজন আটক ছাড়া আর কাউকে আটক করতে পারেনি পুলিশ। ১৪জন গুলিবিদ্ধের ঘটনায় এখন পর্যন্ত মামলাও হয়নি বলে নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি তদন্ত মনজুর কাদের মজুমদার।

 শনিবারের ঘটনায় প্রত্যক্ষদর্শী আরমান, কায়েশ, নজরুল ইসলামসহ আরো কয়েকজন জানায়, শনিবারের ওই ঘটনায় অবৈধ অস্ত্রধারীদের বেপরোয়া গুলিবর্ষণে শিশুসহ ১৪জন গুলিবিদ্ধ হয়। স্থানীয় এক প্রভাবশালীর ইন্ধনে আফজালিয়া পাড়ার নেজাম উদ্দিন, জয়নাল আবদীন, আলী আবকর, ছৈয়দ, সোনাইয়্যা, মাখাইন, ইউনুস ও নেজাম উদ্দিনসহ ৩০/৩৫ জনের সংঘবদ্ধ একদল অবৈধ অস্ত্রধারী ফুলতলা বাজারে নির্বিচারের গুলি চালায়। ভাংচুর করে দোকানপাড় ও বসতবাড়ি। প্রতিজনের হাতে অবৈধ অস্ত্র থাকায় পুলিশও অসহায় হয়ে পড়ে ওই সময়। এক ভয়ংকর পরিস্থিতির সম্মুখিন হন সাধারণ জনগন ও ব্যবসায়ীরা। মহিলারা নিরাপত্তার আশ্রয়ে বসতবাড়ি ছেড়ে পালিয়ে যায় অন্যত্র। ওই ঘটনায় পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নেননিও বলেও অভিযোগ করেন তারা। এখন পর্যন্ত মামলা রেকর্ড না হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন তারা।

 এদিকে রবিবারের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা খালেদ, আনোয়ারুল আজিম বাবুল, আকতারসহ আরো কয়েকজন জানান, স্বাভাবিকভাবে ফুলতানা ষ্টেশনের ব্যবসায়ীরা দোকানপাড় খুলতে শুরু করে। লোক সমাগমও হয় বাজারে। ওই সময় আফজালিয়া পাড়ার অবৈধ অস্ত্রধারীরা আবারো সংঘবদ্ধ হয়ে গুলিবর্ষন শুরু করে। দোকানপাড় বন্ধ করে পেলেন ব্যবসায়ীরা। সাধারণ জনগন পালাতে গিয়ে দুইজন গুলিবিদ্ধ হন বলে জানান তারা। পরে ইউএনও ও ওসি ঘটনাস্থল আফজালিয়া পাড়ার দিকে রাওনা দিলে তাদের লক্ষ্য করেও গুলিবর্ষন করে সন্ত্রাসীরা। এ ঘটনায় চরম আতংক ছড়িয়ে পড়ে পুরো মগনামায়। সেই সময়ও পুলিশের ভুমিকা নিয়ে আহতের পরিবার ও ব্যবসায়ীরা আক্ষেপ করেন।

 ব্যবসায়ী আসাব উদ্দিন, আব্দু রশিদ, আব্দু মজিদ ও জানে আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে ফুলতানা ষ্টেশনে ব্যবসা করে আসছি। শান্তিতে ছিলাম আমরা। কিন্তু ওয়াসিম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আফজালিয়া পাড়ার সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে ওঠেন। শুরু করেন চাঁদাবাজি ও দখলবাজি। সর্বশেষ আমাদের দোকান থেকে তারা চাঁদাদাবী করলে আমরা না দেওয়ায় আমাদের উপর গুলিবর্ষণ করে আহত করে। এ ঘটনায় আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

 ওসি জহিরুল ইসলাম খান বলেন, এখনো পর্যন্ত আহতের পক্ষ থেকে লিখিত এজাহার দায়ের না করায় মামলা হয়নি। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আবারো যাতে গুলিবর্ষণের মতো ঘটনা না ঘটে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।

 এ ব্যাপারে পেকুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহাবুবুল করিম তাদের লক্ষ্য করে গুলিবর্ষণের কথা অস্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা অবশ্যই হবে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে।

পাঠকের মতামত: