পেকুয়া প্রতিনিধি :::
পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালি গ্রামের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ বাল্যবিয়ে বন্ধ করেন ইউএনও মারুফুর রশিদ খাঁন।
এলাকাবাসী সূত্র জানায়, বারবাকিয়া হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও একই ইউনিয়নের ভারুয়াখালী এলাকার মহিউদ্দিনের মেয়ে রোমানা ইয়াসিনের (১৫) বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালান ইউএনও। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন তিনি। পরে ওই শিক্ষার্থীকে বাল্যবিয়ে দিবে না এই মর্মে মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা আদায় করেন তিনি।
পেকুয়া নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খাঁন জানান, বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত: