ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় ইউএনও’র বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন

পেকুয়া প্রতিনিধি  ::  কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবউল আলম এর বিদায় ও সাঈকা সাহাদত এর বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার(১১ সেপ্টেম্বর)সকাল ১০টায় এসব অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উম্মে কুলসুম মিনুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও মাহবুবউল অালম ও সদ্য যোগদান করা ইউএনও সাঈকা সাহাদত।

আরো বক্তব্য রাখেন, পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

সাংসদ জাফর আলম বলেন, বিদায়ী নির্বাহী কর্মকর্তার অনেক দিন পেকুয়ায় ছিলেন। তিনি যেভাবে পেকুয়াবাবাসীর সেবা দিয়েছেন তার চেয়ে বেশি সেবা দিতে হবে নতুন নির্বাহী কর্মকর্তাকে। পেকুয়াবাসীর চাওয়াও তাই। তাতে আমার সহযোগিতা থাকবে।

এসময় তিনি পেকুয়া জিয়াউর রহমান কলেজকে সরকারীকরণ করার চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।

এসময় পেকুয়া উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: