ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় আলিম্যা ডাকাত গ্রেফতার

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় অবশেdakat atokষে ধরা পড়ল দুর্ধর্ষ ডাকাত মো.আলম (২৮) প্রকাশ আলিম্যা ডাকাত। গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে পেকুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে চকরিয়া উপজেলা কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ধৃত মো.আলম পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। পেকুয়া থানা সুত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মনিতোষ চাকমার নেতৃত্বে পুলিশ তাকে চকরিয়া থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, পুলিশ এসল্ট মামলাসহ হাফ ডজন মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি ফরোয়ানা রয়েছে। স্থানীয়রা জানায় মো.আলম প্রকাশ আলিম্যা ডাকাত একজন দুর্ধর্ষ ডাকাত ও সন্ত্রাসী। তার একটি নিজস্ব বাহিনী রয়েছে। ওই বাহিনীর লোকজনের কাছে রাজাখালীর বদিউদ্দিন পাড়া, উত্তর সুন্দরীপাড়া, দক্ষিন সুন্দরীপাড়া, বকশিয়াঘোনা, আমিলা পাড়া, পালাকাটা, দশেরঘোনাসহ ৮/১০টি গ্রামের মানুষ জিম্মি রয়েছে। এদিকে আলিম্যা ডাকাত পুলিশের হাতে গ্রেফতার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারন মানুষের মাঝে স্বস্তিভাব দেখা দিয়েছে। স্থানীয়রা জানায় তার গ্রেফতারে রাজাখালীর সবুজবাজারে মিষ্টি বিতরন করা হয়েছে। পেকুয়া থানার ওসি (তদন্ত) মনজুরুল কাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: