ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় আবারও ইউপি মেম্বারসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

পেকুয়ায় ইউপি মেম্বারসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার দুপুরে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে আওয়ামীলীগের নির্বাচনী পথসভায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ মাঝি ও ইউপি মেম্বার এবং বিএনপির সদস্য মনজুর আলমের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মহাজোটের এমপি প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় মহাজোট প্রার্থী জাফর আলম তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

পথসভায় মহাজোট প্রার্থী জাফর আলম বলেন, ‘জ্বালাও-পোড়াও করে ভয়ভীতি দেখিয়ে মানুষকে থামানো যাবে না। সারা দেশে নৌকার পালে হাওয়া লেগেছে। তেমনিভাবে চকরিয়া-পেকুয়াতেও নৌকার পালে হাওয়া লেগেছে। চকরিয়া-পেকুয়ার মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিয়ে ঘরে ফিরব।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামাল হোসেন চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সদস্য এসএম গিয়াস উদ্দিন, জিএম আবুল কাসেম, উন্মে কুলছুম মিনু, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মো. আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর প্রমুখ।##

পাঠকের মতামত: