পেকুয়া প্রতিনিধি ::
পেকুয়ায় মাসিক আইন শৃংখলা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল ১০ জুন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল করিম। সভায় বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, জেলা আ’লীগের সদস্য এস,এম গিয়াস উদ্দিন, এটিএম বখতেয়ার উদ্দিন চৌধুরী, উম্মে কুলসুম মিনু, উপজেলা আ’লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ চৌধুরী বিটু, পেকুয়া থানার পক্ষ থেকে এস,আই কামরুল হাসান, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, বারবাকিয়ার চেয়ারম্যান এ,এইচ, এম বদিউল আলম, জাতীয় পার্টির সভাপতি এস,এম মাহাবুব ছিদ্দিকী, শ্রমিকলীগের সভাপতি এইচ,এম নুরুল আবছার, সাংবাদিক জালাল উদ্দিন, মগনামার ইউপি সদস্য খোরশেদ আলম সহ রেঞ্জ কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, কলেজ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। এতে সরকারী ও আধা সরকারী প্রতিষ্টানের প্রতিনিধিগন ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন। সভায় পাহাড়ে অবৈধ বালি উত্তোলন, পাহাড় কাটা, মাদক, বেড়িবাঁধ সংরক্ষন, জেগে উঠা নদীর চর জবর দখলকারীদের বিরুদ্ধে অতিসত্তর অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়।
পাঠকের মতামত: