ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পেকুয়ায় অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার

পেকুয়া প্রতিনিধি ::

uddar_1পেকুয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ২৪ জানুয়ারী দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জালিয়াখালী রাবারড্যাম সড়কের জালিয়াখালী ত্রি-রাস্তার মাথা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশ এসব উদ্ধার করে। পেকুয়া থানার এসআই কামরুল হাসান জানায় ওইদিন রাতে জালিয়াখালী এলাকায় একজন পলাতক আসামি গেফতারের জন্য পুলিশ নিয়ে অভিযানে যাই। এ সময় জালিয়াখালী ত্রি-রাস্তার মুখে সংঘবদ্ধ কিছু দুষ্কৃতিকারী ওই স্থানে জড়ো হয়ে অপরাধ কর্মকান্ড সংঘটিত করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ ও মদের বোতল (টাইগার বোতল) ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন বকসুচৌকিদার পাড়ায় মৎস্যঘের নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত এক সপ্তাহ আগে ফরহাদুল ইসলাম ছুট্টু গং দিন দুপুরে ভাড়াটে অস্ত্রধারীদের নিয়ে মৎস্য ঘেরে হানা দেয়। এ সময় অন্তত ৪০-৫০রাউন্ড গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এ সময় মৎস্যঘের থেকে মাছ লুটসহ ব্যাপক তান্ডব চালায় তারা। এ নিয়ে জমির মালিক উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটুমিয়া বাদি হয়ে জড়িতদের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। সম্প্রতি মৎস্যঘেরের বিরোধকে কেন্দ্র করে সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী বকসুচৌকিদার পাড়া এলাকায় আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ওইদিন রাতে বিরোধ পুর্ন স্থান থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় অস্ত্রসহ গুলাবারুদ উদ্ধার করে।

পাঠকের মতামত: