ঢাকা,সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় অস্ত্রসহ দুই কলেজ ছাত্র আটক

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::  কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরী একটি অস্ত্রসহ (এলজি) দুই কলেজ ছাত্রকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। গোপন সংবাদে (২১ নভেম্বর) রবিবার রাত সাড়ে ৮টার দিকে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলা সদরের কলেজ গেইট চৌমুহনীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. মিজানুর রহমান (২১) ও শিলখালী ইউনিয়নের কাচারীমুড়া এলাকার আবুল বশরের ছেলে মোঃ মোর্শেদ (২৩)।

মিজানুর রহমান পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ও মোর্শেদ চট্টগ্রাম পাহাড়তলী কলেজের শিক্ষার্থী।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই কলেজ ছাত্রকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রেকর্ড করা হবে।

পাঠকের মতামত: