ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় অস্ত্রধারী যুবক লিটন বেপরোয়া! 

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া :: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় অস্ত্রধারী এক যুবককে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করায় স্থানীয়দের মাঝেও আতংক সৃষ্টি হয়েছে। সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানা গেছে, পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া গ্রামের হেলাল উদ্দিনের পুত্র বহু মামলার আসামী বাহাদুর হেলালী লিটন তার গ্রামের একটি বাড়ীর আঙ্গিনায় নিজের হাতে অস্ত্র উচিয়ে ধরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল ২২ আগস্ট ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রসহ সন্ত্রাসী লিটনের ছবিটি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে স্থানীয় বিভিন্ন মহল থেকে তার গ্রেফতারের দাবী উঠেছে। পুলিশও তাকে গ্রেফতারে তৎপর হয়ে উঠে।  অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে অস্ত্রধারী ওই যুবক গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে গেছে। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালী গ্রামের মৃত সিরাজ আহমদের ছেলে আবু ছৈয়দ জানান, অস্ত্রধারী লিটন প্রায় সময় এলাকার লোকজনকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংগঠিত করছে। সন্ত্রাসী লিটনকে শেল্টার দিচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী দখলবাজচক্র। নিরীহ লোকজনের বিরোধীয় জমি দখলে প্রভাবশালীদের পক্ষে অস্ত্র নিয়ে ভাড়াও যায়  অস্ত্রধারী লিটন। গতকাল ২২ আগস্টও অন্যের জমি জবর দখলে  নিতে ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতংক সৃষ্টি করে সন্ত্রাসী লিটন। এ দিন সকাল ৭ টার দিকে  পেকুয়া সদরের রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে অস্ত্রহাতে ছবি ভাইরাল হওয়ার পর পেকুয়া থানা পুলিশ তাকে গ্রেফতারে সম্ভাব্যস্থানে অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারী সকাল ৮টার দিকে ওই সন্ত্রাসী লিটনের গুলিতে পেকুয়া সদর ইউনিয়নের বকসু চৌকিদার পাড়া গ্রামের মরহুম ফররুক আহমদ চৌধুরীর পুত্র ব্যবসায়ী ফকরুল ইসলাম মানিক গুরুতর আহত হয়েছিল। এ ঘটনায় পেকুয়া থানায় মামলা হয় লিটনের বিরুদ্ধে। এ মামলায় বেশ কয়েক মাস কারাগারেও ছিলেন লিটন। পরে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে ফের শুরু করেন অপরাধ কর্মকান্ড। দীর্ঘদিন পেকুয়া সদর ইউনিয়ন, মগনামাসহ বিভিন্ন এলাকায় ভাড়াটে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে বিভিন্ন জনের পক্ষে গিয়ে অপরাধ সংগঠিত করে। এভাবে প্রভাবশালী দখলবাজ চক্রের আশ্রয়ে প্রশ্রয়ে অবস্থান করে অস্ত্রধারী সন্ত্রাসী লিটন বেপরোয়া হয়ে উঠেছে।

পেকুয়া থানার উপ পরিদর্শক (এস আই) মিন্নত আলী এ প্রসঙ্গে বলেন, অস্ত্রধারী সেই লিটনকে ধরতে থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

পাঠকের মতামত: