ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ার আশরাফুল উলুম মাদ্রাসার সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল খালেক (৭৫)। তিনি কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা।

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমর বিশ্বাস বলেন, কুতুবদিয়া থেকে পেকুয়ায় বেড়াতে এসেছিলেন বৃদ্ধ আব্দুল খালেক।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আশরাফুল উলুম মাদ্রাসার সামনে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন।

তাকে উদ্ধার করে পেকুয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: