ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ার শিলখালী ইউপি চেয়ারম্যান জেলহাজতে

পেকুয়া প্রতিনিধি :

পেকুয়ার শিলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হোছাইনকে জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ অাদালত। আজ বৃহস্পতিবার (৭ জুন) সকালে তিনি চকরিয়া ম্যাজিস্ট্রেট অাদালতে অাত্মসমর্পন করলে তার জামিন না মঞ্জুর করেন অাদালত। তিনি শিলখালী হাজিরঘোনা এলাকার অাবদুল হাকিমের পুত্র উপজেলা বিএনপির উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

জায়গা জমির বিরোধ নিয়ে মামলাটি দায়ের করেছিলেন পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক অাহবায়ক সদর ইউনিয়নের মছিন্যাকাটা এলাকার নাসির উদ্দিন বাদশা।

মামলার বাদির আইনজীবি এডভোকেট লুৎফুর কবির জানান, বিদেশ সফর করায় হাজিরা দিতে ব্যর্থ হন চেয়ারম্যান নুরুল হোছাইন । যার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে অাদালত।

পাঠকের মতামত: