ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

পেকুয়ার রাজাখালীতে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত-১২

songarsনিজস্ব প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকায় দোকান ঘরের জায়গার বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মাদ্রাসার ছাত্রীসহ ১২ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল ২৮ ফেব্রুয়ারী বিকাল তিনটার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার দোকান ঘরের বিরোধকে কেন্দ্র করে আবদুল মতলব ও আবদুল মালেক গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় ভাবে কয়েক দফা সালিশ বিচার হয়েছে। ওই দোকান ঘরের বিরোধকে নিয়ে ওই সময়ে তাদের উভয়পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আবদুল মালেক, আবদুল হক, আলী হোসাইন গং দা, কিরিচ, লোহার রড নিয়ে আবদুল মতলব গংদের উপর হামলা করে। হামলায় বৃদ্ধ আবদুল মতলব(৬৫), মাদ্রাসা ছাত্রী ইছমত আরা(১৪), রেনুয়ারা(৩৫), জোবাইদা(৫২), দুধু মিয়া(৫৫), রিদুয়ান(২২), লেদু(২৩), মোহাম্মদ আজু(৪৫) গুরুতর আহত হয়। অপরপক্ষের আবদুল হক(৫০), কুলছুমা(২৮), হাসিনা(২৫), মনু(৩৫) আহত হয়। আহতদের পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত আবদুল মতলবকে(৬৫) কে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে রেফার করা হয়। এ ব্যাপারে স্থানীয় মেম্বার অলি আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেন। পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূইয়া জানান, ঘটনার খবর শুনে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ অভিযোগ প্রদান করে নাই।

পাঠকের মতামত: