ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ার মাদক সম্রাট শাহেদ ইকবালকে ১হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার

নাজিম উদ্দিন, পেকুয়া ::

পেকুয়ায় ইয়াবা সম্রাট শাহেদ ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে। গ্রাম পুলিশ জসিম উদ্দিনের সহযোগিতায় পেকুয়া থানার এসআই আবছারের নেতৃত্বে পুলিশ দুপুর ১২টার দিকে শাহেদ ইকবালের বাড়িতে অভিযান চালিয়ে ১হাজার পিচ ইয়াবা,ইয়াবা বিক্রির প্রায় ৫০হাজার টাকাসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।

স্থানীয়রা জানায় শাহেদ ইকবাল একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে তিনি ইয়াবা বিকিকিনির সাথে জড়িত। বীরদর্পে তিনি এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ইয়াবাসহ পুলিশের হাতে বেশ কয়েকবার আটক হয়। জেলও খেটেছেন অনেকবার। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে। পেকুয়া থানা পুলিশ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: