ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

পেকুয়ার বারবাকিয়া ইউপিতে মাওলানা বদিউল আলম চেয়ারম্যান নির্বাচিত 

পেকুয়া প্রতিনিধি :: গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে পেকুয়া উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে বারবাকিয়া ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হলে ৮ ওয়ার্ডের মধ্যে নৌকার প্রার্থী জি এম আবুল কাশেম ৪৪২২ ভোট পেয়ে ৩০৪ ভোটে এগিয়ে ছিলেন। কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ০৬ নং ওয়ার্ড স্থগিত করা হয়েছিল।

পরবর্তী নির্দেশমতে ৩০ ডিসেম্বর বারবাকিয়া ইউপির ০৬ নং ওয়ার্ডের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রের সর্বশেষ ফলাফলে চশমা প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মাওলানা বদিউল আলম ৪৭৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী জিএম আবুল কাশেম ৪৬১৮ ভোট পেয়েছেন। তবে দুপুরে প্রেস ব্রিফিং করে নৌকার প্রার্থী জিএম আবুল কাশেম ভোটে প্রভাব বিস্তার, বহিরাগত সন্ত্রাসী দিয়ে ভোট ডাকাতি ও ইউএনও পূর্বিতা চাকমার পক্ষপাতিত্বের অভিযোগ এনে ভোট বর্জন করেন।

এদিকে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।শুরু হওয়ার কিছুক্ষণ পর ভোট কেন্দ্রের পশ্চিম দিক থেকে এসে বহিরাগত সন্ত্রাসীরা ফাকা গুলি বর্ষণ করে কেন্দ্র দখল করার চেষ্টা করলে পুলিশের সাথে বহিরাগতদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাকা গুলি বর্ষণ করে।পরিস্থিতি থমথমে বিরাজ করায় কক্সবাজার জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম ও চকরিয়া পেকুয়ার (সার্কেল) তরিকুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। পরবর্তীতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপে সুষ্ঠ পরিবেশে বিকাল ৪ টায় ভোট গ্রহন শেষ হয়। সুষ্ঠ ভোট গ্রহণে পুলিশ, র‍্যাব, কোষ্টগার্ড, আনসার সদস্যরা নিরাপত্তার  রাখেন ভোট কেন্দ্র।

থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে ও স্থগিত হওয়া বারবাকিয়া ইউনিয়নের   ৬ নং ওয়ার্ডের মোট ১৩৩৫ ভোটারের মধ্যে ফাঁসিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় এ কেন্দ্রে ৯৪৯ জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করে।

প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য জি এম আবুল কাশেম ১৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক চেয়ারম্যান চশমা প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা এইচ এম বদিউল আলম জিহাদি ৬৭০ ভোট পেয়ে ১৭০ ভোটের ব্যবধানে ৩য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়।

পাঠকের মতামত: