ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পেকুয়ার নতুন ইউএনও চাই থোয়াইহলা চৌধুরী

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :: চাই থোয়াইহলা চৌধুরী (১৭৬১৩) কে পেকুয়ার নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ৪ ডিসেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চাই থোয়াইহলা চৌধুরী সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ৮ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে পদায়ন করা হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মতে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পেকুয়ার নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া চাই থোয়াইহলা চৌধুরী বর্তমানে চাঁদপুর জেলার হাইমচরের ইউএনও হিসাবে কর্মরত আছেন। হাইমচরে তিনি ২০২১ সালের ৭ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন। চাই থোয়াইহলা চৌধুরী বিসিএস (প্রশাসন) ৩৩ ব্যাচের একজন সদস্য। থোয়াইহলা চৌধুরীর নিজের ও শ্বশুর বাড়ি খাগড়াছড়ি জেলায়।

অপরদিকে, পেকুয়ার বর্তমান ইউএনও পূর্বিতা চাকমা (১৫৫৭৪) কে একই প্রজ্ঞাপনে চাঁদপুর জেলার হাইমচরের ইউএনও হিসাবে বদলী করা হয়েছে।

পাঠকের মতামত: