ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

পেকুয়ার টৈটংয়ে চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হলেন যারা

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় বিপুল ভোটে জয় লাভভ করলেন নৌকার মনোনীত প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসন থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফলাফল ঘোষণা করা না হলেও কেন্দ্র অনুযায়ী ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, ইউনিয়নের ৯ কেন্দ্রের মধ্যে ৮কেন্দ্রে ৮২৭২ ভোট পেয়ে জয়লাভ করেছে নৌকা।
পেকুয়ায় কঠোর নিরাপত্তায় সুষ্ঠুভাবে শেষ হওয়া ভোটে আওয়ামী সমর্থক ৮ ও বিএনপি সমর্থিত ১ ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়াও আ’লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত তিন মহিলা সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, ১নং ওয়ার্ডে আবদু জলিল (যুবলীগ নেতা), ২নং ওয়ার্ডে আবুল কালাম (আ’লীগ নেতা), ৩ নং ওয়ার্ডে মনজুর আলম (আ’লীগ নেতা), ৪ নং ওয়ার্ডে আবদুল হক (ওলামালীগ নেত), ৫ নং ওয়ার্ডে আবু ওমর (যুবলীগ নেতা), ৬নং ওয়ার্ডে ফয়সাল আকবর(আ’লীগ নেতা), ৭নং ওয়ার্ডে সাহাব উদ্দিন (আ’লীগ নেতা), ৮নং ওয়ার্ডে কায়ছার মুহাম্মদ রোকন( বিএনপি), ৯নং ওয়ার্ডে নুরুল আবছার( আ’লীগ নেতা)।
১থেকে ৩ নং ওয়ার্ডে দিলোয়ারা বেগম (জাতীয় পার্টি), ৪ থেকে ৬নং ওয়ার্ডে রোজিনা আক্তার (বিএনপি), ৭ থেকে ৯নং ওয়ার্ডে আয়েশা মোনাফ( আ’লীগ)।

পাঠকের মতামত: