ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পেকুয়ার টইটংয়ে সংরক্ষিত বনে দালান নির্মাণ

পেকুয়া প্রতিনিধি :: পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে জানআলী মোড়া নামক স্থানে সংরক্ষিত বনের ভিতর দালান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীনে টইটং বনবিট ও বারবাকিয়া রেঞ্জের অধীনে ওই জায়গাটি অবস্থিত। এ দিকে ১৯২৭ সালের সংশোধিত বন আইন এবং ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত বনে কোন ধরনের স্থাপনা নির্মাণ বা পরিচালনা না করার নির্দেশনা রয়েছে।

স্থানীয়রা জানান, এভাবে সংরক্ষিত বনাঞ্চলে দালান নির্মাণের ফলে বনভূমির জমি দিন দিন কমে যাচ্ছে। যার ফলে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। এক প্রভাবশালী সরকারী আইন কানুনের তোয়াক্কা না করে সংরক্ষিত বনের ভিতর দালান নির্মাণ করছে।
এ ব্যাপারে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, বিষয়টি আমি খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে বিট অফিসারকে সেখানে অবশ্যই পাঠাবো।

পাঠকের মতামত: