ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ার টইটংয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৯

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া উপজেলার টইটং রমিজপাড়া এলাকায় জমি বিরোধের জের ধরে দু’পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ৯জন আহত হয়েছে। আহতেরা হলেন, রমিজপাড়া এলাকার জমির হোছেন (৩৮), আকতার আহমদ (৩৫), জাকের হোছেন (৩২) ও নাহিদা আাকতার পাখি (২৬), মৌলভী পাড়া এলাকার খালেদা বেগম (২৫),আমির হোছাইন (৩৩), আবদুল গণি(২৯), আহমদ হোছাইন (৭০), শাহনেওয়াজ (৪৪), আহতদেরকে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করালে জমির হোছেনের অবস্থা আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে রেফার করা হয়। । বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুর দেড়টায় রমিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আকতার আহমদ বলেন, এ জমি আমাদের। দখলও আমাদের। একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানী করছে আহমদ হোছেন গং। ঘটনার দিন দুপুরে মৌলভী পাড়া থেকে রমিজপাড়ায় এসে মো: মহিউদ্দিনের নেতৃত্বে, আহমদ হোছাইন, নেজাম উদ্দিন, আমির হোছাইন, মনির, নুরুল হোসেন, আবদুল গণি, শাহনেওয়াজসহ ১৫/২০ জনের একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমাদের দীর্ঘদিনের দখলীয় জমি জবর দখলের চেষ্টা চালায়। আমরা বাঁধা প্রদান করলে তাদের উপর্যপুরী হামলায় আমরা ৪জন গুরুতর আহত হই। তার মধ্যে আমার ভাই জমির হোছেন মারাত্বক আহত হওয়ায় চমেক হাসপাতালে রেফার করেন। এছাড়াও তারা আমার কাছ থেকে বোনের বিবাহ উপলক্ষে জোগাড় করা দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

পাঠকের মতামত: