ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পেকুয়ার ঘটনায় জেলা আ’লীগ সভাপতি ও সম্পাদকের বিবৃতি

12931096_1003609049721057_1143588737410012600_n_1

12931096_1003609049721057_1143588737410012600_n_1প্রেস বিজ্ঞপ্তি :

বিগত ৩১ শে মার্চ পেকুয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পেকুয়া সদরের জি,এম,সি ইনষ্টিটিউিট ভোট কেন্দ্রে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ আরো কয়েকজন নেতাকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য অমানষিক শারীরিক নির্যাতন পূর্বক গুরুতরভাবে জখম করে। আক্রান্ত নেতৃবৃন্দ বারবার আকুতি মিনতি করেও তাদের হাত থেকে রক্ষা পায়নি। ঘটনাস্থলের আশপাশের নিরপেক্ষ সাক্ষী ও ধারণকৃত ভিডিও চিত্র দেখে আমরা সবাই স্তম্ভিত ও মর্মাহত। এ ধরণের আচরণ আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীকে বিতর্কিত ও ভাবমুর্তি নষ্ট করার জন্য যথেষ্ট। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
12923288_1003608863054409_925677670796827349_n_1গুরুতর জখমী সাধারণ সম্পাদক আবুল কাশেম কক্সবাজার জেলা পুলিশ সুপারের নিকট প্রতিকার চেয়ে নালিশ করেন এবং তার জখমের বিভৎস ক্ষত স্থান গুলো তাকে দেখান। অথচ এই বিষয়ে কোন উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে এখন পর্যন্ত আমাদের জানা নাই।
স্থানীয় আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতা কর্মীসহ নিরপেক্ষ জনগণের অভিযোগ হচ্ছে, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কতিপয় কর্মকর্তা ও সদস্য বৃন্দ বিরোধী পক্ষের ইন্ধনে ও যোগ সাজশে এই জঘন্য ঘটনা সংগঠিত করেছে।
এই জঘন্য ঘটনার কারণে গোটা উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীদের বিজয়ে ভোটারদের মনে ভয়-ভীতি ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে সবাই মনে করেন।
জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের ধারণা, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আওয়ামীলীগ প্রার্থীদের পরাজিত করার সু-পরিকল্পিত নীল নকশা মাত্র।
এই বিষয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন পূর্বক সঠিক তদন্ত প্রতিবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি মুলক ব্যবস্থা গ্রহনের জন্য আমরা দাবী জানাচ্ছি।

পাঠকের মতামত: