ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়াকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার -সাংবাদিকদের সাথে ওসি

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:

পেকুয়ার কর্মরত সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল রাত ৮ টায় থানার ওসির কক্ষে এ সভা অনুষ্টিত হয়। উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন তথ্য এবং পরামর্শ নেন। সাংবাদিকরা তাদের অবস্থান থেকে অকপটে বলে উঠেন থানাকে আগে দালালমুক্ত করুন। পুলিশের পোশাক গায়ে দিয়ে রাতে চৌমুহনী ষ্টশনে যাত্রীবাহি সি এন জি অটোরিক্সা, বিভিন্ন মালবোঝাই গাড়ী দাড়িয়ে প্রতিনিয়ত চাঁদা আদায় করা, গোঁয়াখালী মাদক পল্লী বন্ধ করা, যেসব মামলা হচ্ছে সেগুলোতে যাতে নিরহ কোন ব্যক্তি আসামী করে হয়রানি না করা এবং মামলা নেওয়ার সময় যথাযথ যাচাই বাচাই করে মামলা রের্কড করা, প্রতিদিন রাতে গোঁয়াখালীসহ বিভিন্ন এলাকায় বিকট গুলির শব্দ শুনা যায় এ অবৈধ অস্ত্রগুলোর সন্ধান নিয়ে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসা। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ছফওয়ানুল করিম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল করিম, প্রথম আলোর চকরিয়া পেকুয়া প্রতিনিধি এস এম হানিফ, দৈনিক সংগ্রামের পেকুয়া প্রতিনিধি রিয়াজ উদ্দিন, দৈনন্দিনের পেকুয়া প্রতিনিধি এস এম শাহাদত, সকালের কক্সবাজারের পেকুয়া অফিস নাজেম উদ্দিন, আনন্দ টিভির পেকুয়া প্রতিনিধি মোহাং ফারুক, চ্যানেল সিক্স বাংলার কক্সবাজার উত্তর জেলা প্রতিনিধি ও সুপ্রভাত বাংলাদেশ এর পেকুয়া প্রতিনিধি এম,জুবাইদ, সাংবাদিক শহীদুল ইসলাম হিরু, হিমছড়ির পেকুয়া প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুল, সিপ্লাস টিভির পেকুয়া প্রতিনিধি এফ সুমন, সি ভয়েসের পেকুয়া চকরিয়া প্রতিনিধি ইমরান, কক্সবাজার ৭১ এর স্টাফ রিপোর্টার হাজ¦ী জালাল, বিজয় টিভির চকরিয়া পেকুয়া প্রতিনিধি জসিমউদ্দিন, আপনকন্ঠের পেকুয়া প্রতিনিধি হিজবুল্লাহ। ওসি বলেন সাংবাদিক পুলিশ ভাই ভাই। সবাই দেশ ও সমাজের সেবক। আমাদের মধ্যে কোন ধরণের ভেদাভেদ থাকবে না। সুন্দর সমাজ গঠনে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তিনি সাংবাদিকদের কাছে বলেন আপনাদের সহযোগিতা পেলেই আমি যতদিন পেকুয়াতে থাকি তত দিন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত পেকুয়া হিসাবে গড়ে তুলবো।

পাঠকের মতামত: