ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পৃথিবীতে মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকে সফল কর্মের মাধ্যমে, তার প্রমাণ শিক্ষক রোস্তম আলী -ইলিশিয়ায় ড.মহিউদ্দিন

চকরিয়া ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে প্রয়াত শিক্ষক রোস্তম আলীর স্বরণ সভায় বক্তব্য দিচ্ছেন চবি শিক্ষক ড.মহিউদ্দিন।

 Chakaria Picture 04-02-2017এম.জিয়াবুল হক,চকরিয়া :::

চকরিয়া উপজেলার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম আলহাজ রোস্তম আলীসহ সকল প্রয়াত শিক্ষকদের স্বরণে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইছালে মাহফিল ও স্বরণ সভা শনিবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্টিত হয়েছে।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চুনতী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দীন মোহাম্মদ মানিকের সভাপতিত্বে এবং মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মকছুদুল হক ছুট্টো’র সঞ্চালনায় অনুষ্টিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড.মহিউদ্দিন।

স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড.মহিউদ্দিন বলেছেন, পৃথিবীতে মানুষ মৃত্যুর পর নানাভাবে সম্মানিত হয়, চিরদিন বেঁেচ থাকে সফল কর্মের মাধ্যমে। কেউ সমাজ সংস্কার, কেউ সুন্দর জীবন বির্নিমানের মাধ্যমে আবার কেউ কর্মের মাধ্যমে। তেমনিভাবে লেখাপড়ার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরীতে ভুমিকা রেখেছেন প্রয়াত শিক্ষক আলহাজ রোস্তম আলী। তিনি তাঁর সফল কর্মের মাধ্যমে তার প্রমাণ দিয়েছেন। তিনি বলেন, মরহুম রোস্তম আলীর হাজারো শিক্ষার্থী আজ দেশের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতার অধিকারী। এ ধরণের শিক্ষকের মর্যাদা কোনদিন পুরণ হবার নয়। বিশে^র সাথে তাল মিলিয়ে মেধানির্ভর আগামী প্রজন্ম বির্নিমানে তাঁর মতো শিক্ষকের বড় প্রয়োজন। তিনি উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে এগিয়ে যেতে হলে মরহুম রোস্তম আলীর মতো শিক্ষকের কর্মের প্রতি অনুসরণ করতে হবে। তা হলেই জাতি সফলতার সন্নিকটে পৌছাঁতে সক্ষম হবে।

অনুষ্টিত স্বরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রবীণ রাজনীতিবিদ সামসুল হুদা বিএসসি, চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল কাদের, ফ্লাইট সার্জেন্ট (অব:) মাহাবুব কামাল, আলহাজ ছমিরুল ইসলাম চৌধুরী, কক্সবাজার আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট বাহার উদ্দিন, সমাজ সেবক আফতাব উদ্দিন চৌধুরী, এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী নুরুল হোছাইন, রাজনীতিবিদ এরফান উদ্দিন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা চেয়ারম্যান, মরহুম রোস্তম আলীর ছেলে সেলিম নেওয়াজ, ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার বেলাল উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

অনুষ্টানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জেলা মৎস্য কর্মকর্তা সরওয়ার জাহান, সমাজ সেবক কামাল উদ্দিন, জয়নাল আবেদিন হায়দার, ডাক্তার আক্তার আহমদ, মরহুমের ছেলে নুরুল মোস্তাফা, মেয়ে মর্জিনা বেগম, জামাতা জাফর আলম। এছাড়াও অনুষ্ঠানে এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বসবাস ও নানা প্রেশায় কর্মরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। ##

পাঠকের মতামত: